নিরুফা খাতুন: পৌষে অবশেষে শহরজুড়ে শীতের আমেজ। একধাক্কায় পারদ নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। জবুথবু রাজ্যবাসী। যদিও দীর্ঘস্থায়ী হবে না এই আমেজ। সপ্তাহান্তেই ফের বদলাবে আবহাওয়া। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায়। সম্ভাবনা রয়েছে তুষারপাতেরও। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকবে আকাশ।
হাওয়া অফিস সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ৪ জানুয়ারি। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান রয়েছে আরও একটি ঘূর্ণাবর্তের। জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। সবকিছুর জেরে শীতের এই পর্ব চলবে শনিবার পর্যন্ত। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে আবহাওয়ার বদলের সম্ভাবনা। ফের বাড়বে উষ্ণতা। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা পৌঁছেছে ১০ ডিগ্রির নিচে।
মঙ্গলবার, ৭ই জানুয়ারি হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সম্ভাবনা রয়েছে কুয়াশারও। উল্লেখ্য, ঘন কুয়াশা থাকবে হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশে। ঘন কুয়াশার সম্ভাবনা সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায়।