স্টাফ রিপোর্টার: প্রশ্নফাঁস রুখতে আরও সর্তক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার হলেই প্রশ্নপত্রের সিল খোলা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এতদিন সংসদ থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে পরীক্ষার হলে পৌঁছত প্রশ্নপত্র। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই ধাপগুলোই সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
বর্তমান নিয়ম অনুযায়ী, সংসদ থেকে প্রশ্নপত্র সোজা পরীক্ষাকেন্দ্রে সুপারভাইজারের ঘরে পৌঁছে দেওয়া হয়। তার পর সুপারভাইজারই পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৪৫ মিনিট আগে প্রশ্নপত্রের সিল খোলেন। পরে তা আবার সিল করে পরীক্ষার হলে পাঠিয়ে দেওয়া হয়। তবে এবার থেকে তা আর হবে না। সংসদ সভাপতি জানান, "এ বার থেকে প্রশ্নপত্রের সিল আর সুপারভাইজারের ঘরে খোলা হবে না। একেবারে পরীক্ষার হলে পরীক্ষা শুরুর মুহূর্তে ছাত্রছাত্রীদের সামনেই খোলা হবে।"
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই জেলায় জেলায় গিয়ে বৈঠক শুরু করেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সেই সূত্রেই বৃহস্পতিবার মালদহ টাউনে গিয়েছিলেন তিনি।
প্রশ্নফাঁস রুখতে এর আগেও বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এবার থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড, সিরিয়াল নম্বর, কিউআর কোডের ব্যবস্থাও রাখা হচ্ছে।
প্রসঙ্গত, সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে গত বার থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে 'ইউনিক সিরিয়াল নম্বর' ব্যবহার চালু হয়েছিল। এই ব্যবস্থায় প্রশ্নপত্রের উপরে ডান দিকে একটি সিরিয়াল নম্বর থাকে। সেই নম্বরটি উত্তরপত্রের একটি নির্দিষ্ট জায়গায় লিখতে হয় পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রে যাঁরা দায়িত্বে থাকেন, তাঁদের কাজ পরীক্ষা শুরুর আগেই এই বিষয়টি পরীক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া। সংসদের নির্দেশ, পরীক্ষাকেন্দ্রের পরিদর্শকরা (ইনভিজ়িলেটর) যখন উত্তরপত্রে নিজেদের সই করবেন, তখন ভালো করে মিলিয়ে দেখে নেবেন সিরিয়াল নম্বর উত্তরপত্রে রয়েছে কি না এবং সেটি ঠিক লেখা হয়েছে কি না। এবার নতুন নিয়ম আনল সংসদ।