shono
Advertisement
Air India

মুখে মদের গন্ধ! ভ্যাঙ্কুভার বিমানবন্দরে আটক এয়ার ইন্ডিয়ার পাইলট, শুরু তদন্ত

দিল্লিগামী বিমানের ককপিট থেকে নামানো হয় তাঁকে।
Published By: Biswadip DeyPosted: 11:02 PM Jan 01, 2026Updated: 11:02 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান ছাড়তে আর বেশি সময় বাকি নেই। এমন সময় মুখে মদের গন্ধ আসার অভিযোগে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকে আটক করা হয়। যার ফলে বিমানটি ছাড়তে বিলম্ব হয়। ওই পাইলটকে ভ্যাঙ্কুভার-দিল্লি উড়ানের দায়িত্ব দেওয়া হয়েছিল। গত ২৩ ডিসেম্বর ক্রিসমাসের ঠিক আগেই এমন ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে। ওই পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উড়ান সংস্থা। আপাতত তাঁকে বিমান ওড়ানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও জানিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Advertisement

ঘটনা গত সপ্তাহের হলেও বৃহস্পতিবারই তা জানা গিয়েছে। ২৩ ডিসেম্বর এআই১৮৬ বিমানটি ছাড়ার সময় হয়ে এসেছিল। সেই সময় বিমানবন্দরের দোকানের সামনে ওই পাইলটকে দেখতে পাওয়া গিয়েছিল। দোকানের এক কর্মীর তাঁকে দেখে মদ্যপ বলে সন্দেহ হয়। হয় তিনি ওঁকে মদ্যপান করতে দেখেছিলেন কিংবা মুখে গন্ধ পেয়েছিলেন। এরপরই খবর যায় বন্দর কর্তৃপক্ষের কাছে। তাঁরা ‘ব্রিথ অ্যানালাইজার’ যন্ত্রের মাধ্যমে ওই পাইলটকে পরীক্ষা করেন। আর সেখানেই ধরা পড়ে যায় তিনি সত্যিই অ্যালকোহল পান করেছেন।

এমতাবস্থায় ওই পাইলট আদৌ বিমান চালাতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। আর সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। পিছিয়ে যায় উড়ানের সময়। পরে এক বিকল্প পাইলটকে সেই দায়িত্ব দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে এসব ক্ষেত্রে তারা 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলে। যাত্রীদের নিরাপত্তাই অগ্রাধিকার পায়। আর সেই কারণেই আপাতত খতিয়ে দেখা হচ্ছে পাইলটের বিরুদ্ধে থাকা অভিযোগ। প্রমাণিত হলে কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে অভিযুক্তকে। এমনটাই জানিয়েছে উড়ান সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখে মদের গন্ধ আসার অভিযোগে কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকে আটক করা হয়।
  • যার ফলে বিমানটি ছাড়তে বিলম্ব হয়। ওই পাইলটকে ভ্যাঙ্কুভার-দিল্লি উড়ানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
  • গত ২৩ ডিসেম্বর ক্রিসমাসের ঠিক আগেই এমন ঘটনা ঘটেছিল বলে জানা যাচ্ছে।
Advertisement