shono
Advertisement
West Bengal Tourism

বিদেশি পর্যটকদের আকর্ষণে দ্বিতীয় স্থানে বাংলা, কেন্দ্রের সার্টিফিকেটে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Published By: Suhrid DasPosted: 03:42 PM Nov 26, 2025Updated: 05:39 PM Nov 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটনের (West Bengal Tourism) সাফল্যে নতুন পালক। বাংলার পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তায় বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় এই মুহূর্তে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলায় অধিক সংখ্যায় এখন বিদেশি পর্যটকরা ঘুরতে আসছেন। ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়েছেন। এই সাফল্যের জন্য পর্যটনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Advertisement

বাংলা বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পর্যটনের পীঠস্থানও বলা যেতে পারে। একদিকে পাহাড়, হিমালয়ের লোকে থাকা শৈলশহর দার্জিলিংয়ের সৌন্দর্য। অন্যদিকে, সুন্দরবনের গভীর অরণ্যের পাশাপাশি আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের দিঘার বিস্তীর্ণ সমুদ্রসৈকত। এই তিন জায়গাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনে আরও জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানো হয়েছে। কলকাতার উপকণ্ঠে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কেবল হোটেল নয়, হোম স্টে ব্যবসাও শুরু হয়েছে পাহাড়ে। পর্যটকদের থাকার সুবিধার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আর্থিক ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে খবর। হোম স্টে-র উপর আরও জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

 

রাজ্যের বাসিন্দারা বাংলাতেই বিভিন্ন জায়গায় ঘোরার দিকে জোর দিচ্ছেন বলে মত ওয়াকিবহাল মহলের। বিদেশি পর্যটকরাও বাংলায় আসছে বেশি সংখ্যায়। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি ঘুরে, আতিথেয়তা পেয়ে মুগ্ধ হচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, বিদেশিরা আরও বেশি করে বাংলায় আসছেন বলে খবর। আর সেই তথ্য জানিয়েছে খোদ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫ সালের তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। করোনার সময় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি সম্পূর্ণ বন্ধ ছিল। দুশ্চিন্তায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছিল পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। পরে ধীরে ধীরে করোনার বিধিনিষেধ কাটলে পর্যটন কেন্দ্রগুলি খুলতে শুরু করে। পর্যটকরাও বাড়ি থেকে ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন। রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় উৎসব পর্যটন। পর্যটন-সহ পর্যটনের নতুন ক্ষেত্র তৈরি ও প্রচারের জন্য পর্যটন দপ্তরও নিরলস কাজ করে চলেছে। তারই ফসল এই সাফল্য। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

কেন্দ্রের তরফে প্রকাশিত এই তালিকার পর বাংলায় পর্যটকরা আরও আসবেন। বিদেশিদের পছন্দের জায়গা হয়ে উঠবে বাংলা। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন মুখ্যমন্ত্রী টুইটে লেখেন, "ভারতের সবচেয়ে মধুরতম অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি-বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের জন্য এটি গর্বের মুহূর্ত।" রাজ্যের পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পশ্চিমবঙ্গের পর্যটনের সাফল্যে নতুন পালক।
  • বাংলার পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তায় বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় এই মুহূর্তে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।
  • বাংলায় অধিক সংখ্যায় এখন বিদেশি পর্যটকরা ঘুরতে আসছেন।
Advertisement