shono
Advertisement

রাতের কলকাতায় নিগ্রহের শিকার পানশালার গায়িকা, শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ম্যানেজার

ধৃত ম্যানেজারকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের।
Posted: 09:53 PM Aug 18, 2021Updated: 09:55 PM Aug 18, 2021

অর্ণব আইচ: কলকাতার (Kolkata) রাস্তায় শ্লীলতাহানির শিকার পানশালার গায়িকা। রাস্তার উপরে তাঁকে কটূক্তি ও শ্লীলতাহানির (Harrassed) অভিযোগ। পুলিশের হাতে গ্রেপ্তার পানশালার ম্যানেজারই। পুলিশ জানিয়েছে, মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি নামী পানশালায় এই ঘটনাটি ঘটে। আর এর জেরে শহরে নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।

Advertisement

ঘটনা মঙ্গলবার রাতের। মধ্য কলকাতার পানশালা থেকে বেরিয়ে তার সামনের রাস্তায় ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন গায়িকা। ওই তরুণীর অভিযোগ অনুযায়ী, তখনই পানশালার বাইরে বেরিয়ে আসেন ম্যানেজার। তিনি তরুণীকে কু-ইঙ্গিত করেন, করেন কটূক্তিও। রাস্তার উপরই প্রতিবাদ করে ওঠেন তরুণী। আর তারপর তাঁকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলে হেয়ার স্ট্রিট (Hare Street) থানায় অভিযোগ দায়ের করেন গায়িকা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পানশালার ম্যানেজার আবদুল রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। 

[আরও পড়ুন: রাজ্যে দুগ্ধশিল্প প্রসারে বড় উদ্যোগ, চালু হচ্ছে বাংলার নিজস্ব সংস্থা ‘বাংলা ডেয়ারি’]

পুলিশ সূত্রে খবর, ম্যানেজার তরুণীর পরিচিত বলেই জানা গিয়েছে। কারণ, ওই ম্যানেজার যে পানশালার দায়িত্বে রয়েছেন, সেই পানশালায় অনুষ্ঠান করেন ওই গায়িকা। মঙ্গলবার রাতে ওই অপ্রত্যাশিত ঘটনারর পর রাস্তার উপরই তরুণী চিৎকার-চেঁচামেচি শুরু করেন। লোক জড়ো হয়ে যায়। তাঁরাই তরুণীকে উদ্ধার করে থানায় যেতে সাহায্য করেন। 

[আরও পড়ুন: ভরদুপুরে কিশোরীকে পিষে দিল ট্রাক, ‘মদ্যপ’ চালকের শাস্তির দাবিতে উত্তাল তারাতলা]

রাতের কলকাতায় প্রত্যেকটি পানশালার বাইরে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার (CP) সৌমেন মিত্র। তাই অল্প সময়ের মধ্যেই হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তরুণীর অভিযোগে আবদুল রশিদকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ২১ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আদালতে ওই তরুণী গোপন জবানবন্দি দেবেন বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement