নিরুফা খাতুন: দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা মৃতদেহ। শুক্রবার এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায়। মৃতার নাম শ্রেয়সী ঘোষ (৪১)। 'খুন' নাকি অন্য কিছু? সেই বিষয়ে গুঞ্জন ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন ওই মহিলা। গত দু'দিন ধরে ওই ফ্ল্যাটের দরজা-জানলা বন্ধ ছিল। প্রতিবেশীরাও সেই বিষয়ে মাথা ঘামাননি। গতকাল থেকেই এলাকায় একটি পচা গন্ধ বেরতে থাকে। আজ শুক্রবার সকালে ওই দুর্গন্ধ ক্রমেই বাড়তে থাকে। এলাকার বাসিন্দাদের মধ্যে শুরু হয় চাঞ্চল্য। ওই ফ্ল্যাট থেকেই গন্ধ বার হচ্ছে। সেই অনুমান করা হয়।
পুলিশে খবর দেওয়া হয়। টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকলেই দেখা যায় ভয়াবহ ছবি। ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখা যায় ওই মহিলাকে। মৃতের শরীরে পচন ধরেছে। পুলিশ সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। খুন নাকি অন্য কিছু, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান, ওই মহিলার মৃত্যু দিন দুয়েক আগেই হয়েছে। ফ্ল্যাটের তল্লাশি হয়েছে। মৃতার মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে। মৃতার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ফ্ল্যাট ও এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। এমনই বক্তব্য পুলিশের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।