সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কিছুই অবশিষ্ট নেই৷ কিন্তু ২৮ ঘণ্টা পরেও আগুন নিভল না বাগরি মার্কেটে৷ রবিবার রাতে দোতলা ও তিন তলায় নতুন করে আগুন ছড়িয়েছে৷ আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা৷ ব্যবহার করা হচ্ছে ৩৫টি ইঞ্জিন৷ তবে বাগরি মার্কেটে আগুন এখন কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে খবর৷ এখনও আগুন না নেভায় আতঙ্কিত বাগরি মার্কেটের ব্যবসায়ীরা৷ যে যেমন পারছেন, জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছেন৷ এদিকে আবার বিভিন্ন জায়গায় দেওয়ালে ফাটল দেখা দিয়েছে৷ যেকোনও সময়ে বাগরি মার্কেট ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সোমবার সকালে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার রাজীব কুমার৷
[১০০ টাকার ডিওতে জতুগৃহ কোটি টাকার বাগরি!]
বছর দশেক আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি ফিরল শহরে৷ সেবার বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গিয়েছিল বড়বাজারের নন্দরাম মার্কেটের ৪ হাজার দোকান৷ দমকলের ৪২টি ইঞ্জিনও আগুন নেভাতে পারেনি৷ প্রায় এক সপ্তাহ ধরে পুড়েছিল মার্কেটটি৷ ২৮ ঘণ্টা পেরিয়ে গেল৷ বাগরি মার্কেটের আগুন কখন নিভবে? পরিস্থিতি হাতে বাইরে চলে গিয়েছে বলে শোনা যাচ্ছে৷ দমকল সূত্রে খবর, রবিবার রাতে ফের নতুন করে আগুন ছড়িয়েছে দোতলা ও তিনতলায়৷ ৩৫টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা৷ তবে এখনও পর্যন্ত আগুনের উৎসে পৌঁছনো যায়নি৷ এদিকে আবার প্রবল তাপে বাগরি মার্কেটে বিভিন্ন জায়গায় দেওয়ালে ফাটল দেখা দিয়েছে৷ সেক্ষেত্রে মার্কেটটি ভেঙে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আতঙ্কিত ব্যবসায়ীরা৷ যেটুকু এখনও অবশিষ্ট আছে, তা বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা৷
সোমবার নবান্নে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি জরুরি বৈঠক৷ রবিবারই ইউরোপ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে বসবেন ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিসভার ১১ জন সদস্য৷ বৈঠকে আগুন লাগার কারণ নিয়ে রিপোর্ট পেশ করবে পুরসভা ও দমকল৷ সেই রিপোর্ট খতিয়ে দেখেই পুলিশ তদন্তে নামবে বলে জানা গিয়েছে৷ বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ব্যবসায়ীরাও৷ তদন্তের দাবি তুলেছেন তাঁরাও৷
দেখুন ভিডিও:
[ বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন দিলীপ ঘোষ
The post ২৮ ঘণ্টা পরও জ্বলছে বাগরি মার্কেট, বিল্ডিং ভেঙে পড়ার আশঙ্কা appeared first on Sangbad Pratidin.