shono
Advertisement

জোর ধাক্কা বিজেপির, রথযাত্রায় থাকতে নারাজ কুমার শানু

বিজেপির সঙ্গে যুক্ত নই, সাফ জানালেন গায়ক। The post জোর ধাক্কা বিজেপির, রথযাত্রায় থাকতে নারাজ কুমার শানু appeared first on Sangbad Pratidin.
Posted: 02:40 PM Dec 03, 2018Updated: 10:02 PM Dec 03, 2018

স্টাফ রিপোর্টার, কলকাতা: রথযাত্রা শুরুর আগেই বড় ধাক্কা খেলে রাজ্য বিজেপি৷ অতিথি তালিকায় নাম থাকলেও, এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গায়ক কুমার শানু৷ অভিযোগ তুললেন ষড়যন্ত্র করার ও তাঁর নামে গুজব ছড়ানোর৷ যদিও গায়কের এই অভিযোগে কর্ণপাত করতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ তাঁদের পালটা যুক্তি, বিজেপির সদস্য বলেই তাঁর নাম দিল্লির কাছে প্রস্তাব করা হয়েছিল৷ তবে আসা বা না আসা, কুমার শানুর একান্তই ব্যক্তিগত বিষয়৷

Advertisement

[রাজ্যে শিক্ষক নিয়োগে কাটল জটিলতা, স্থগিতাদেশ প্রত্যাহার হাই কোর্টের]

আগামী ৭ ডিসেম্বর, কোচবিহার থেকে শুরু হতে চলেছে বিজেপির এই রথযাত্রা কর্মসূচি৷ যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে৷ একযোগে গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল-বাম-কংগ্রেস৷ তবে রথযাত্রা কর্মসূচি নিয়ে এবার নজিরবিহীন ভাবে নিজেদের ঘরেই বিরোধের মুখে পড়তে হল বিজেপিকে৷ কর্মসূচিতে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দিলেন কুমার শানু৷ সোমবার বিখ্যাত এই গায়ক বলেন, “এই কর্মসূচির বিষয়ে আমি কিছুই জানি না৷ আমারা সঙ্গে কথা না বলেই আমন্ত্রণপত্রে নাম ছাপানো হয়েছে৷” এমনকী, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র করার ও গুজব ছড়ানোরও অভিযোগ তুলেছেন তিনি৷ যদিও তাঁর এই অভিযোগে কান দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “কুমার শানু বিজেপির সদস্যপদ নিয়েছিলেন বলে জানতাম৷ সেইজন্যই রথযাত্রা কর্মসূচিতে তাঁর নাম প্রস্তাব করে দিল্লির নেতৃত্বের কাছে পাঠানো হয়৷ এখন তিনি কেন আসবেন না সেই বিষয়ে আমাদের কিছু জানা নেই৷”

[শিয়ালদহ ডাউন লাইনে ফাটল, ব্যাহত রেল পরিষেবা]

২০১৪-তে বেশ ঢাকঢোল পিটিয়েই বিজেপিতে নাম লেখান গায়ক কুমার সানু৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ অভিযোগ, দলে থাকলেও গত চার বছরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে তেমন একটা দেখা যায়নি এই গায়ককে৷ এমনকী, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও যোগাযোগও রাখতেন না তিনি৷ যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিখ্যাত এই গায়ক৷ তাঁর পালটা যুক্তি, স্কুলের কাজের অগ্রগতির জন্যই তিনি বিজেপিতে নাম লিখিয়েছিলেন৷ কিন্তু বাস্তবে কোনও কাজ হয়নি৷ তিনি আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

এই রথযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির কর্মীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে৷ বিজেপি সূত্রে খবর, কোচবিহার, কাকদ্বীপ ও তারাপীঠে হতে চলা এই কর্মসূচির প্রচারের মুখ হিসাবে বেছে নেওয়া হয়েছে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা, সাংসদ বাবুল সুপ্রিয় ও মুকুল রায়কে৷ তাঁদের নাম প্রস্তাব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই৷ মূল অনুষ্ঠানের আগে সমগ্র রাজ্যজুড়ে এই কর্মসূচির প্রচার করবেন এঁরাই৷

The post জোর ধাক্কা বিজেপির, রথযাত্রায় থাকতে নারাজ কুমার শানু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement