shono
Advertisement

পুজোয় বেড়াতে যাওয়াই কাল! বাড়ি ফাঁকা থাকার সুযোগে লক্ষাধিক টাকা, প্রচুর গয়না লুট

চাঞ্চল্য তারকেশ্বরে।
Posted: 06:44 PM Oct 23, 2023Updated: 07:15 PM Oct 23, 2023

সুমন করাতি, হুগলি: পুজোর সময় বেড়াতে যাওয়াই কাল! বাড়ি ফাঁকা থাকার সুযোগে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। আলমারির তালা ভেঙে লক্ষাধিক টাক ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। সোমবার ভোররাতে বাড়ি ফিরে মাথায় হাত গৃহস্থের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বরের পিয়াসারা এলাকায়।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, সপরিবারে ষষ্ঠীর দিন দিঘায় বেড়াতে গিয়েছিলেন মুসিআর রহমান মল্লিক। সঙ্গে ছিলেন পরিবারের আরও চার সদস্য। নবমীর ভোর চারটে নাগাদ বাড়িতে ঢুকেই হতভম্ভ হয়ে যান মুসিআর রহমান। দেখেন, মেন গেটের তালা দেওয়া থাকলেও বাড়ির ভিতরে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং ৩০ ভরি সোনার গয়না এবং ১০ ভরি রুপোর গয়না লুট হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: রেডরোড কার্নিভ্যালের রাতেও থাকছে বিশেষ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি]

ভোরেই তারকেশ্বর থানায় খবর দেওয়া হয়। সকালে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল তা এখনও জানা যায়নি। তবে বাড়ির মূল ফটকে চাবি থাকার পরও যেভাবে ভিতর থেকে আলমারির টাকা, গয়না উধাও হয়েছে, তা দেখে পুলিশের প্রাথমিক সন্দেহ, রহমান পরিবারের চেনাশোনা কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।

[আরও পড়ুন: Durga Puja 2023: প্রথমবার পুজোর ডিউটি, পাশমার্ক পেল সূর্য, চন্দা, ক্যামফররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার