সুকুমার সরকার, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দুদের মন্দির, বাড়ি ভাঙচুর, লুঠপাট ও অগ্নিসংযোগের কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তি দেবে প্রশাসন। অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, “নাসিরনগর, গোবিন্দগঞ্জে মন্দির ভাঙচুর, সম্পত্তি লুঠে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় আনা হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য যা যা করতে হয়, তাই করা হবে।” তিনি আরও বলেন, “অভিযুক্তদের এমন শাস্তি দেওয়া হবে যাতে দৃষ্টান্ত তৈরি হয়। যাতে ভবিষ্যতে এরকম ঘটনায় কেউ জড়িয়ে পড়ার সাহস না দেখায়।” মন্ত্রীর কড়া বার্তার পর কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রশাসনও। দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাইফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। মালগ্রাম পানুয়াপাড়া গ্রামে কালীমন্দিরে দুষ্কৃতীরা প্রতিমা ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ। অন্যদিকে, যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইনের খসড়া তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।