shono
Advertisement

OMG! স্রেফ লাঠি উঁচিয়েই চিতা তাড়ালেন বৃদ্ধা, সিসিটিভিতে ধরা পড়ল রোমহর্ষক ভিডিও

বৃদ্ধার সাহস দেখে হতবাক নেটিজেনরা।
Posted: 01:13 PM Sep 30, 2021Updated: 01:26 PM Sep 30, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান গেয়ে বাঘকে (Leopard) বশ করেছিলেন গুপি-বাঘা। বাঘ-মামার চোখের সামনে দিয়ে হীরে নিয়ে ভেগেছিলেন তারা। আর এবার ওয়াকিং স্টিক দিয়ে মেরে চিতা তাড়ালেন এক মহিলা। রুপোলি পর্দায় নয়, এমন ঘটনা ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁও এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।

Advertisement

মুম্বইয়ের আরে (Mumbai Arrey Area) এলাকার ঘটনাটি পুরসভার সিসিটিভিতে ধরা পড়েছে। ৬০ সেকেন্ডের সেই ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে মহিলার সাহসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। ঠিক কী ঘটেছিল?

[আরও পড়ুন: ‘উপরওয়ালার সঙ্গে যৌন মিলনে স্বর্গীয় সুখ পেয়েছি’, আজব দাবি মহিলার]

আরে কলোনির বাসিন্দা ওই ষাট বছরের মহিলা। তাঁর নাম নির্মলাদেবী রামবদন। পায়ে সমস্যা রয়েছে তাঁর। হাঁটার জন্য ওয়াকিং স্টিক ব্যবহার করেন তিনি। এদিনও স্টিকটি ছিল তাঁর হাতে। গতকাল সন্ধেবেলায় ঘরের বাইরে উঁচু একটি জায়গায় বসেছিলেন ওই মহিলা। এর ঠিক পিছনের ঝোপে ঘাপটি মেরে ছিল বাঘটি। আচমকাই চিতাটি এসে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে আতঙ্কিত হলেও পরে ওয়াকিং স্টিক দিয়ে পালটা মারতে শুরু করেন ওই মহিলা। কয়েক সেকেন্ড দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। এর পর লেজ গুটিয়ে পালায় চিতাটি।

 

[আরও পড়ুন: OMG! শুধু বাঁধাকপি-ব্রকোলি চাষের জন্য কর্মচারীদের বছরে ৬৩ লক্ষ টাকা দিচ্ছে সংস্থা]

বাঘের আক্রমণে জখম হয়েছেন ওই মহিলা। আপাতত হাসপাতালে ভরতি তিনি। তবে তাঁর চোট গুরুতর নয়। প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বইয়ে আরেকটি শিশুকে আক্রমণ করেছিল বাঘ। স্থানীয়দের চেষ্টায় চার বছরের শিশুটিকে উদ্ধার করা হয়। এর পর এক বৃদ্ধার উপর ফের হামলা চালাল আরেকটি বাঘ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার