shono
Advertisement

বনাধিকারিকের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও

কেন অধরা অভিযুক্তরা, প্রশ্ন ক্ষুব্ধ নেটিজেনদের৷ The post বনাধিকারিকের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 12:50 PM Jul 04, 2019Updated: 12:51 PM Jul 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রকাশ্যে মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত৷ বনাধিকারিকের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল ক্ষুব্ধ জনতা। নৃশংস এই ঘটনার সাক্ষী কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ২০০ কিলোমিটার দূরে চিত্রদূর্গ জেলার কুরুবরাহল্লি গ্রাম৷ চিতাবাঘকে মারধরের ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়৷ নৃশংস হত্যালীলা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন পশুপ্রেমীরা৷ 

Advertisement

[ আরও পড়ুন: ‘নকল করে সংসদে ভাষণ দেননি মহুয়া’, তৃণমূল সাংসদের পাশে মার্কিন প্রতিবেদক]

গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে৷ গত দু’দিনে কয়েকজন গ্রামবাসীর উপর হামলাও চালিয়েছে সে৷ ডালিমের খেত থেকে দুজনকে টেনে নিয়ে গিয়েছে চিতাবাঘটি৷ বনদপ্তরে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ৷ তাই বাধ্য হয়ে নিজেরাই ওই চিতাবাঘটিকে হত্যার পরিকল্পনা করে৷ চিতাবাঘটিকে ধরার জন্য ফাঁদ পেতেছিলেন গ্রামবাসীরা৷ বুধবারই একটি গাছের উপর বেশ আরামে চিতাবাঘটিকে বসে থাকতে দেখেন স্থানীয়রা৷ সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে গ্রামবাসীরা৷ প্রথমে পাথরে বিশেষ পাত্তা দেয়নি চিতাবাঘ৷ এরপর গাছ থেকে লাফিয়ে নেমে পড়ে। গ্রামবাসীদের তাড়া করতে থাকে সে। কিন্তু স্থানীয়রা ঘিরে ধরে চিতাবাঘটিকে৷ এরপর বেধড়ক মারধর করতে শুরু করা হয় তাকে৷ লাঠি, পাথর দিয়ে নির্মম অত্যাচারে ঘটনাস্থলেই মারা যায় চিতাবাঘটি৷ তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি৷ চিতাবাঘটিকে মারধরের গোটা ঘটনা ভিডিও করে গ্রামবাসীরা৷ ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে তারা৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা৷ তবে চিতাবাঘটিকে উদ্ধারে বাধা দেওয়া হয় তাদের৷ ওই আধিকারিকদের সামনেই রীতিমতো চলে হত্যালীলা৷

[ আরও পড়ুন: স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ই-সিগারেট নিষিদ্ধ করার ভাবনা মোদি সরকারের]

মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের সংঘাত নতুন নয়। এর আগেও বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে এসেছে এমন নৃশংস কাণ্ড। কর্ণাটকের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়েছে সোশ্যাল মিডিয়ায়। গ্রামবাসীদের কঠোর শাস্তির দাবি সোচ্চার হয়েছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। চোখের সামনে চিতাবাঘকে পিটিয়ে মারার পরেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই৷

The post বনাধিকারিকের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল গ্রামবাসীরা, ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement