shono
Advertisement

‘ঐক্যবদ্ধ সমাজ গড়তে আসুন একসঙ্গে কাজ করি’, ইংরাজি নববর্ষে আহ্বান রাষ্ট্রপতি কোবিন্দের

করোনার বিরুদ্ধে লড়াই একসঙ্গে লড়ার শিক্ষা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
Posted: 08:30 PM Dec 31, 2020Updated: 08:33 PM Dec 31, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন কারণে দেশে যখন বিভাজন তৈরি হচ্ছে বলে অভিযোগ করছে বিরোধীরা। কৃষক আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লির রাজনৈতিক পরিবেশ। ঠিক তখনই ইংরাজি নববর্ষের কয়েক ঘণ্টা আগে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঐকবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত বিবৃতির মাধ্যমে সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রামনাথ কোবিন্দ। লিখিত বার্তায় তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের সবাইকে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। ভালবাসা, আদর্শবোধ ও ক্ষমার মানসিকতা নিয়ে শান্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রচার করতে হবে। প্রতিটি বছরই নতুনভাবে শুরু করার একটা সুযোগ নিয়ে আসে। আসুন এবছর আমরা ব্যক্তিগত ও সমষ্টিগত উন্নয়নের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্য এগিয়ে চলি।’

করোনা প্রসঙ্গ উত্থাপন করে তিনি লিখেছেন, ‘কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শকে আরও শক্তিশালী করতে তুলতে হবে। ২০২১ সালের সূচনালগ্নে আসুন সবাই একসঙ্গে সুস্থ ও নিরাপদ থেকে দেশের উন্নয়নে সামিল হই। ভারতে ও বিদেশে বসবাসকারী আমার প্রিয় নাগরিকদের নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার