shono
Advertisement

Breaking News

সেপ্টেম্বরেই বাজারে আসছে LG V20

কেন বিশ্ব জুড়ে এই ফোন নিয়ে এত আগ্রহ? The post সেপ্টেম্বরেই বাজারে আসছে LG V20 appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Aug 15, 2016Updated: 04:16 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলজি ভি১০-এর পর এবার আন্তর্জাতিক বাজারে ভি২০ মডেল নিয়ে আসছে দক্ষিণ কোরীয় সংস্থা এলজি৷ এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এর ৩২ বিট হাই ফাই কোয়াড ডিএসি প্রযুক্তি৷ একজন ইউজারের গান শোনার অভিজ্ঞতাকে আমূল বদলে দেবে এই নয়া ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, দাবি সংস্থার৷

Advertisement

অ্যান্ড্রয়েডের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) এন চালিত এই নতুন স্মার্টফোনটি বাজারে আসতে পারে আসন্ন সেপ্টেম্বরে৷ এটিই হবে সংস্থার অ্যান্ড্রয়েড ৭.০ আপডেট বিশিষ্ট প্রথম স্মার্টফোন। ৫.৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র এই ফোনের রেজোলিউশন ১৪৪০x২৫৬০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত এই ফোনে থাকবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য রিয়ার ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটির দাম এখনও জানা যায়নি।

The post সেপ্টেম্বরেই বাজারে আসছে LG V20 appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement