shono
Advertisement

LIC Recruitment 2023: স্নাতক হলেই এলআইসি-তে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে ভুলবেন না।
Posted: 06:37 PM Jan 28, 2023Updated: 06:37 PM Jan 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জীবনবিমা নিগম বা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশনে চাকরি চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলকাতা পূর্বাঞ্চল, পূর্ব মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, দক্ষিণ মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চলে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ৯ হাজার ৩৯৪। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি।

Advertisement

আবেদনকারীর যোগ্যতা:
যেকোনও শাখার স্নাতক এই শূন্যপদে আবেদন করতে পারেন।
জীবনবিমার এজেন্ট বা কর্মরতরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২৩ হিসাবে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]

আবেদনের পদ্ধতি:
www.licindia.in/careers.htm অথবা www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
ফি বাবদ সাধারণ বা জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ব্যাংকে ৭৫০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ১০০ টাকা ফি জমা দিতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ মার্চ।

[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement