shono
Advertisement

রোজ রাতে সঙ্গীর সঙ্গে ফোন সেক্স! খেয়াল রাখুন এই ৫ বিষয়

প্রথমেই সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলে ফেলুন ফোন সেক্স নিয়ে।
Posted: 05:08 PM Jul 11, 2023Updated: 05:08 PM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবছর হল রূপম আর তিলোত্তমার বিয়ে হয়েছে। হঠাৎ করেই রূপমের অফিস বদল। হুট করেই মুম্বইয়ে চলে যেতে হল রূপমকে। কী উপায়। সবে আদুরে সোহাগ গায়ে লেগেছিল তিলোত্তমার। প্রেম জমে ওঠের আগেই স্বামীর সঙ্গে দূরান্তের সম্পর্ক। তবে আজকালের টেকনোলজির অগ্রগতিতে কাছে আসাটাও এখন ফোন, হোয়াটস্যাপ ও ভিডিও কল মারফত। তাই ফোন সেক্স এখন খুবই প্রচলিত এক মাধ্যম সঙ্গীর সঙ্গে আদরে ডুব দেওয়ার। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ফোন সেক্সের সময় অবশ্য়ই খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়।

Advertisement

১) প্রথমেই সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলে ফেলুন ফোন সেক্স নিয়ে। আপনার সঙ্গী যদি ফোনের মাধ্যমে যৌন কথা শেয়ার করে স্বচ্ছন্দ্য বোধ করে তবেই ফোন সেক্স শুরু করুন। না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে।

২) যেহেতু ফোন সেক্সের সঙ্গে শরীরের থেকে আবেগ বেশি জড়িত থাকে, সেহেতু এই ধরনের যৌনতায় একটু বেশি যত্নশীল হতে হবে। না হলে সঙ্গীর মনে আঘাত লাগতে পারে। এক্ষেত্রে শব্দচয়ন অত্যন্ত জরুরী। সঙ্গী অসম্মানিত হবে এমন কোনও শব্দ প্রয়োগ না করাই ভাল। অর্থাৎ এই ধরনের যৌনতায় মূলত, শরীরের অংশগুলো নিয়ে বিশদে আলোচনা হয়। এক্ষেত্রে শরীরের অংশগুলোর নাম নেওয়ার সময় সঠিক শব্দচয়ন করা উচিত।

[আরও পড়ুন: ‘মাছের রাজা’, ইলিশের ডিমের পুষ্টিগুণ দারুণ, জানলে এক্ষুণি বাজারে ছুটবেন]

৩) প্রথমেই সঙ্গমের কথা উচ্চারণ নয়। বরং ফোন সেক্সের ক্ষেত্রেও ফোরপ্লের উপর নির্ভর করুন। সঙ্গীকে জিজ্ঞাসা করুন, সে কী পরে রয়েছে। পোশাকের রং কী। তারপর ধীরে ধীরে সঙ্গীর পোশাক নিজের হাতে খুলে দেওয়ার কথা বলুন। এই বিষয়টা চলুক দুদিক থেকেই। ভিডিও কলে ফোন সেক্স হলে, তাহলে তো ভিডিও অন করেই ধীরে ধীরে শরীর থেকে সরিয়ে দিন পোশাক।

৪) সঙ্গীকে জিজ্ঞাসা করুন আপনার হাত কোন কোন জায়গায় স্পর্শ করলে তবেই তৃপ্তি হবে তাঁর। আর সেই ভাবেই এগিয়ে নিয়ে যান আদুরে কথা।

৫) পোশাক পরা অবস্থা থেকে পোশাকহীন অবস্থা। সব রকম ছবিই সঙ্গীকে পাঠান। তবে মাথায় রাখবেন, এ ব্যাপারে যেন দুজনের প্রতি, দুজনের বিশ্বাস থাকে। অনেকেই ফোন সেক্সের সময় সেক্স টয় ব্যবহার করেন। এক্ষেত্রে কমফোর্টের বিষয়টা মাথায় রাখা অত্যন্ত জরুরী। তাই সেটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ।

[আরও পড়ুন: ‘ভারত থেকে খ্রিস্টধর্মকে মোছা যাবে না’, মণিপুর নিয়ে মোদি সরকারকে তোপ কেরলের আর্চবিশপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement