shono
Advertisement

গ্রহ-নক্ষত্রের প্রভাব শরীরের উপর কীভাবে পড়ছে? জানালেন বিশিষ্ট জ্যোতিষী

কোন রাশির জাতকদের সাবধান থাকা প্রয়োজন, জেনে রাখুন।
Posted: 06:19 PM Jul 09, 2023Updated: 06:19 PM Jul 09, 2023

গ্রহ-নক্ষত্রের প্রভাব শরীরের উপর পড়ে এমন বিশ্বাস অনেকেই করেন। তাঁদের জন্য আগাম সতর্কবার্তা অ্যাস্ট্রোলজার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Advertisement

মেষ রাশি: এই বছর স্বাস্থ‌্য কিছুটা দুর্বল থাকবে। আপনার রাশিতে রাহু, সপ্তমে কেতু, দ্বিতীয়-এ মঙ্গল পশ্চাদগামী; দশমে শনি ও শুক্র ও দ্বাদশে বৃহস্পতি শরীর-এর জন‌্য খুব ভাল নয়। তাই-এ বছরের শেষ অবধি সাবধানে থাকবেন। আগস্ট থেকে সময় অনুকূল নয়। জ্বর, টাইফয়েড বা শ্লেষ্মা সংক্রান্ত সমস‌্যায় ভুগতে পারেন। মানসিক চাপ না নেওয়াই ভাল। রোজ হাঁটার চেষ্টা করুন। আরাম আপনার পক্ষে ক্ষতিকর।˘

বৃষ রাশি: এ বছর স্বাস্থ‌্য খুব ভাল যাবে না। বছর-এর মাঝের দিকে স্বাস্থ‌্যর অবনতি হতে পারে। বৃহস্পতি ভাল থাকায় সম‌স‌্যা কাটিয়ে উঠতে পারেন। রাহু ও বৃহস্পতি একসঙ্গে দ্বাদশে থাকায় এবং তাতে শনির দৃষ্টি থাকায় অযথা স্বাস্থ‌্য নিয়ে দুঃশ্চিন্তায় পড়তে পারেন। স্বাস্থ‌্য জন‌্য ব‌্যয় যোগ দেখা যাচ্ছে। শারীরিক সমস‌্যা হলে শুরুতেই চিকিৎসা করলে ভাল।

মিথুন রাশি: পঞ্চমে কেতু, অষ্টমে শনি, দ্বাদশে মঙ্গল খুব আশাপ্রদ ফল দেবে না। সারা বছর স্বাস্থ‌্য সংক্রান্ত সমস‌্যা থাকবে। কমবেশি শরীরে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। দূর্ঘটনা থেকে সাবধান। হঠাৎ অপারেশনের যোগ বর্তমান। দূর্গাপূজার পরের সময় শুভ।

কর্কট রাশি: শনি অষ্টমে থাকায় দীর্ঘমেয়াদী শরীর সমস‌্যায় ভুগতে পারেন। শরীর স্বাস্থ্যের উপর মনোযোগ বাড়াতে হবে। সময়ে আহার নিদ্রা করতে হবে। সংযত জীবন-যাপন করতে হবে। রাত জাগা উচিত নয়। অস্ত্রযোগ সমস‌্যায় ফেলবে। স্বাস্থ‌্য চাপ, রক্তচাপ বৃদ্ধি পাবে। আঘাত লাগার সম্ভাবনা আছে। চোখ নিয়ে সমস‌্যা হতে পারে। মাথা ধরা, কাশি, অর্শ নিয়ে ভুগতে পারেন।

সিংহ রাশি: দুশ্চিন্তার জন‌্য শরীরে প্রভাব পড়বে। জল পান কম করার জন‌্য সমস‌্যা হতে পারে। রক্তচাপ বা মধুমেহ সমস‌্যায় ফেলতে পারে। শরীরের যত্ন নেওয়া খুব জরুরি। শত্রুর দ্বারা শারীরিক ক্ষতি হতে পারে। চোট লাগার সম্ভাবনা আছে। পর্যাপ্ত নিদ্রার প্রয়োজন।

[আরও পড়ুন: ‘মাছের রাজা’, ইলিশের ডিমের পুষ্টিগুণ দারুণ, জানলে এক্ষুণি বাজারে ছুটবেন]

কন‌্যা রাশি: এ বছর শুরুটা শরীরিকভাবে ভাল যাবে না। রাহু অষ্টমভাবে থাকার জন‌্য স্বাস্থ্যের উত্থান পতন থাকবে, যদিও বৃহস্পতি সংযোগে বিপদ কাটাবে সক্ষম হবেন। শরীরের দিকের যত্ন অত‌্যন্ত জরুরি। স্নায়ু সমস‌্যা, পিত্ত সমস‌্যা, চক্ষু ও অম্ল সমস‌্যা আসতে পারে। পিতা-মাতার স্বাস্থ‌্যচিন্তার কারণ হতে পারে। মানসিক চাপ, গা, হাত, ব‌্যথা হতে পারে। যদিও বছরের শেষে সুস্থতা থাকবে।

তুলা রাশি: বছরের শুরু থেকে আগস্ট অবধি শরীর ভাল যাবে না। অনেক চেষ্টা করেও শরীরকে বাগে আনতে পারবেন না। রক্ত ও ত্বকের সমস‌্যা আপনাকে বাধা দেবে। চক্ষু ও শিরঃপীড়া আপনাকে সম‌স‌্যায় ফেলতে পারে। শরীর চর্চা, নিয়মিত আহার খুব প্রয়োজন। যদিও আগস্টের পর থেকে শারীরিক উন্নতি হতে পারে।

বৃশ্চিক রাশি: এবছর শারীরিকভাবে আপনাদের মোটের উপর ভাল যাবে। হঠাৎ করে শারীরিক সমস‌্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে। মানসিক চাপ আপনার শরীরে প্রভাব ফেলবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে চললে ভাল হয়। পাকস্থলী, বৃহদন্ত্র, মূত্রনালি ও অর্শ নিয়ে চিন্তার কারণ আছে।

ধনু রাশি: ধনু রাশির পঞ্চম রাহু থাকার জন‌্য অক্টোবর অবধি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন। অসাবধানতা ও অযত্নের জন‌্য আপনার স্বাস্থ‌্যহানি হতে পারে। পেট সংক্রান্ত সমস‌্যা আপনার চিন্তার কারণ হতে পারে। সুস্থাস্থ্যের জন‌্য খাদ্যের রুটিন মেনে চলুন। বাতের ব‌্যথা বৃদ্ধি পেতে পারে। বদহজম, বমি, পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে।

মকর রাশি: এ রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়া উচিত। হার্টের সমস‌্যা, ফুসফুসের সমস‌্যা আপনাকে কষ্ট দিতে পারে। হঠাৎ করে স্বাস্থ্যের অবনতি দেখা দেবে। ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নিয়মিত চেক করুন। দুশ্চিন্তা করবেন না।

কুম্ভ রাশি: এ বছর স্বাস্থ‌্য মোটের উপর ভাল যাবে। চোখের সমস‌্যা হতে পারে। আঘাত লাগা বা মচকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরের থেকে এ বছর স্বাস্থ্যের উন্নতি হবে। বছরের মধ‌্যভাগে শারীরিকভাবে খারাব গেলেও তা ভাল হয়ে যাবে। খাদ‌্যাভ‌্যাস ঠিক রাখতে হবে।

মীন রাশি: এ বছর স্বাস্থ‌্য নিয়ে অাপনাকে সচেতন থাকতে হবে। মনসংযোগের ত্রুটি বা ভুলের সমস‌্যা বাড়বে। খাদ‌্য ও পানীয় ভারসাম‌্য রাখা দরকার। কোষ্ঠকাঠিন‌্য ও পেটের সমস‌্যা থাকবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শে থাকুন। কাঁধ, ঘাড়, মুখ ও টনসিলের সমস‌্যায় ভুগতে পারেন। পায়ে ব‌্যথা, আঘাত বা জয়েন্ট-এর ব‌্যথা থেকে সাবধান। চক্ষু চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। অনিদ্রা যোগ বর্তমান।

[আরও পড়ুন: কোন খাবারে বাড়ে ক্যানসারের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement