সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার কি গোছা গোছা চুল উঠছে? আর তা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? তাহলে সামান্য সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, সাম্প্রতিক এক গবেষণা বলছে, অতিরিক্ত চুল ঝরে পড়ার সঙ্গে হৃদরোগের গভীর সম্পর্ক থাকতে পারে। গবেষণাটি প্রকাশ করেছে আথেন্স বিশ্ববিদ্যালয়। 'পাবমেড জার্নাল'-এ এই রিপোর্ট ছাপা হয়েছে। মূলত সেই সব পুরুষদের নিয়ে গবেষণাটি চালানো হয়, যাঁরা দীর্ঘ দিন ধরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন কিন্তু কোনও চিকিৎসা করাননি।
গবেষকদের দাবি, এই ধরনের পুরুষদের ক্ষেত্রে গুরুতর 'অ্যালোপেসিয়া' (টাক পড়া) ধমনী শক্ত হওয়া বা করোনারি সংক্রান্ত রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই ব্যক্তিদের হার্টের ছোট ছোট রক্তনালিকাগুলিতে রক্ত সঞ্চালন কমতে থাকে। এই প্রবণতা ভবিষ্যতে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।
বিশেষজ্ঞরা বলছেন, চুল পড়ার সঙ্গে হার্টের সরাসরি সম্পর্ক নেই। তবে যে কারণে চুল পড়ছে, সেই কারণটির সঙ্গে হার্টের গভীর যোগ রয়েছে। আসল সমস্যা হল মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। এই অবস্থায় দেহের ছোট ছোট রক্তনালিকাগুলিতে রক্তপ্রবাহ কমে যায়।
এই লক্ষণগুলিই মূলত হার্টের রোগের প্রাথমিক সতর্কতা হিসেবে কাজ করে। সুতরাং, যদি গুরুতর চুল পড়ার সমস্যা দেখেন এবং তার সঙ্গে উচ্চ রক্তচাপ থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। শুধুমাত্র চুল বাঁচানো নয়, আপনার হার্টকেও সুরক্ষিত রাখা দরকার।
