shono
Advertisement

দেওয়াল কথা বলে! অন্দরসজ্জায় রং বাছুন আপনার ব্যক্তিত্ব অনুযায়ী

দেওয়ালের রং বদলে দিতে পারে জীবন। কীভাবে? টিপস নিন।
Posted: 06:27 PM Jun 12, 2023Updated: 06:27 PM Jun 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের রঙেই ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব। আপনার বসার ঘর কিংবা শোওয়ার ঘরের দেওয়াল আপনি কোন রঙে রাঙিয়েছেন, তাতেই প্রকাশ পাবে আপনি আদতে কেমন মানুষ। ঘরের রং হল অনেকটা মনের আয়না। বিজ্ঞাপনী ভাষায় বলতে গেলে- “হর ঘর কুছ কেহেতা হ্যায়।” যে কোনও অন্দরসজ্জাতেই যে রং একটা আলাদা মাত্রা যোগ করে, তা বোধহয় আর আলাদা করে বলার প্রযোজন পড়ে না।

Advertisement

একাধিক মনোবিদের মতে, রঙের উপর শুধু চোখের নান্দনিকতাই নির্ভর করে না, বরং পরিবারের লোকজনদের মন-মানসিকতাকেও প্রভাবিত করে। তাই অন্দরসজ্জায় রং-বাহারি চমকের পাশাপাশি প্রশান্তির দিকটাও খেয়াল রাখা দরকার। যেমন বসার ঘরে এমন কোনও রং ব্যবহার করুন, যাতে আভিজাত্যের পাশাপাশি অতিথিদের অভ্যর্থনার আমেজও প্রতিফলিত হয়। গোলাপি, বেগুনি, সোনালি, গ্রে ইত্যাদি এই তালিকায় পড়তে পারে। ড্রয়িং রুমেই ডাইনিংয়ের ব্যবস্থা থাকলে সবুজ রং ব্যবহার করুন।

[আরও পড়ুন: বহু বছর পর নতুন করে বাড়ি সাজাচ্ছেন? এই ভুলগুলি ভুলেও করবেন না]

লাল রং প্যাশন, ভালবাসা এবং শক্তির প্রতীক। পোশাক থেকে অন্দরসজ্জা যেখানেই লাল রং ব্যবহৃত হয়, তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। যারা বহির্মুখী, আশাবাদী, উদ্যমী এবং আত্মবিশ্বাসী, তাদের এই রং পছন্দ। দেওয়ারে লাল রঙের সঙ্গে উডেন কালার ভোলবদলে দেবে বাড়ির।

শোওয়ার ঘরে হালকা নীল, আকাশি রং ব্য়বহার করতে পারেন। মনে প্রশান্তি থাকে। বিছানায় থাক দুধ সাদা চাদর, আর ভেলভেটের মানানসই কুশান। নীল রং যাদের পছন্দ তাঁরা বিশ্লেষণাত্মক এবং গভীর চিন্তাবিদ হন। নিয়মে থাকাই পছন্দ তাঁদের। যুক্তিবাদী এবং সত্যবাদী।

হলুদ রং পছন্দকারীরা আড্ডাবাজ হয়। এঁরা ঘুরতেও ভালবাসেন। খুব মিশুকে এবং অত্যন্ত কল্পনাপ্রবণ হন। সম্পর্কের ক্ষেত্রে এঁরা অন্যের মতামত প্রাধান্য দেন। ঘরের দেওয়ালে হলুদ রং ব্যবহার করলে তাঁর সঙ্গে ভাইব্রেন্ট রঙের ফ্রেম ঝুলিয়ে দিন। অন্দরসজ্জা বাজিমাত করবে।

[আরও পড়ুন: শাক-সবজি কাটার জন্য চপিং বোর্ড ব্যবহার করেন? সাবধান! লুকিয়ে বড় বিপদ]

ঘরের কোনও একটা কোণায় সবুজ রং ব্যবহার করে সেখানে ক্যাবিনেট লাগিয়ে দিন। সেখানে সেরামিক আর্টওয়ার্ক বা বাসনপত্র রাখতে পারেন। পাশেই জানলা থাকলে সাদা নেটের পর্দা ঝুলিয়ে দিন। মনে রাখবেন, সবুজ রং ধৈর্য ও শান্তির প্রতীক। সন্তানদের পড়াশোনা কিংবা কাজের টেবিলের কোণাতেও এই রং ব্যবহার করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement