shono
Advertisement

খুব কি ব্যথা লাগবে? রক্ত বের হবে? সঙ্গম ঘিরে নানা আশঙ্কা কাটিয়ে দিলেন বিশেষজ্ঞরা

ছেলেদের তুলনায় মেয়েরা নাকি দেরিতে তৃপ্ত হয়?
Posted: 09:22 PM May 31, 2023Updated: 09:22 PM May 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে পুরুষ-মহিলা উভয়েরই মগজে নানা প্রশ্ন ঘুরতে থাকে। সেই প্রশ্নের উত্তর পেতে নানারকম ভুলও করে ফেলেন অনেকে। তবে নো চিন্তা। এবার বিশেষজ্ঞরাই উত্তর দিলেন বাছাই করা কিছু প্রশ্ন। যা কিনা সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়।

Advertisement

প্রথমবার সঙ্গমে কি ব্যথা লাগে?

যৌনতা শুধুই শরীরের নয়। এটা কিন্তু মনেরও খেলা। তাই শরীরী মিলনের সময়, দেহ ও মনের সঠিক মিল থাকতেই হবে। প্রথমেই মন থেকে যাবতীয় দুশ্চিন্তা দূর করুন। শরীরের ইঙ্গিতেই সাড়া দিন। সঙ্গমের আগে যদি আদরের পরিমাণ মানে ফোরপ্লে সঠিক থাকে তাহলে কোনও অসুবিধাই হয় না। মাথায় রাখুন লুব্রিকেন্টের বিষয়টি।

[আরও পড়ুন: যুগে যুগে স্বর্ণলোভীদের চোখে ধাঁধা লাগিয়েছে সোনায় মোড়া এল ডোরাডো! কোথায় এই শহর?]

যদি মেয়েটা বা ছেলেটি তৃপ্তি না পায়?

অনেকেই মনে করেন সঙ্গমে ছেলেরা, মেয়েদের তুলনায় তাড়াতাড়ি তৃপ্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এটা পুরোটাই ব্যক্তিভেদে নানারকম হয়। তাই এসব চিন্তা না করে দুজনেই মন থেকে মেতে উঠুন যৌনতায়। তৃপ্তি শরীরের সঙ্গে সঙ্গে মনে আসাও উচিত।

নানা অঙ্গভঙ্গিতে সেক্স করলেই আরাম…

বিশেষজ্ঞরা বলছেন, এটাও ব্যক্তিভেদে নানারকম। কেউ যদি সঙ্গমের সময় নানা পোজিশনে পছন্দ করেন, তাহলে সেটা একেবারেই তাঁর ব্যক্তিগত পছন্দ। এর কোনও বাঁধাধরা নিয়ম নেই। বরং বেশি এক্সপেরিমেন্ট করলে অন্যরকম সমস্যা আসতে পারে।

[আরও পড়ুন: ‘পাঠান’ থেকে টোকা হয়েছে টম ক্রুজের এই ছবির দৃশ্য! ‘ঢাক পেটাচ্ছেন’ শাহরুখ-ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement