সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগলের যৌনতা খুবই স্বাভাবিক বিষয়। প্রায় নিত্য নৈমিত্তিক কাজের মতোই। তার ফলে বেশ কয়েকদিন কাটতে না কাটতে অনেকেরই একঘেয়েমি আসে। একই ঘর, একই বিছানা, একই শরীরে যেন ক্লান্ত হয়ে যায় অনেকের মন। কেউ কেউ তাই যৌনতা থেকে বিরতি নেওয়ার চেষ্টা করেন। তাতে আবার সম্পর্ক উষ্ণতা হারাতে থাকে। মনোমালিন্য তৈরি হয়। আবার কখনও কখনও বিচ্ছেদের দোরগোড়ায় চলে আসে সম্পর্ক। উষ্ণতা বজায় রাখতে তাই বদল আনুন। বিছানার বদলে চেয়ারেই মাতুন উদ্দাম শরীরী খেলায়।
যৌনতায় দু'জনে কীভাবে মাতবেন, তার কোনও বাঁধাধরা নিয়ম হতে পারে না। তাই আপনি কিংবা আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য়বোধ করবেন, সেভাবে মাতুন যৌনতায়। প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কোন ধরনের চেয়ার যৌনতায় মেতে ওঠার জন্য আদর্শ। সেক্ষেত্রে বাড়িতে থাকা কাঠের চেয়ার বেছে নিতে পারেন। আরামকেদারাও মন্দ হবে না। শুধু খেয়াল রাখবেন, এমন চেয়ার আপনাকে বাছতে হবে, যাতে বসে আরাম পান। বসে আরাম পেলেই চরম সুখও কিন্তু পাবেন না।
আপনি এবং আপনার সঙ্গী যেভাবে চান সেভাবেই যৌনতায় মাততে পারেন। তা হতে পারে 'আর্মচেয়ার লোটাস', 'বোস্ট্রিং' কিংবা 'জিল' পজিশন। সঙ্গী কিংবা সঙ্গিনীর কোনও অসুবিধা হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখুন। যৌনসুখ থেকে যাতে কোনওভাবেই দু'জনের কেউ বঞ্চিত না হন, সেকথা মাথায় রেখে এগিয়ে চলুন। আর বাকি কিছুই মাথায় রাখবেন না।
চেয়ারে যৌনতায় মেতে ওঠার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত:
* যৌনতাকে আরও রঙিন করে তুলতে অনেকেই নানা পরীক্ষা নিরীক্ষা করেন। জোর করে সেসব করবেন না। যাতে আপনারা খুশি হন, তাই করুন।
* কোমরে কিংবা গাঁটে গাঁটে ব্যথার সমস্য়া থাকলে চেয়ারে যৌনতায় না মেতে ওঠাই ভালো। তাতে শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।
* বিছানার পরিবর্তে চেয়ারে আপনার বিপরীতের মানুষটিও যৌনতায় মেতে উঠতে চান কিনা, তা আগে ভালো করে জেনে নিন। নইলে তাঁর যৌনতা নিয়ে আরও বিরক্তি তৈরি হতে পারে।
* প্রথমবারের অভিজ্ঞতা সুখকর না হলে, দ্বিতীয়বার আর ওই পথে পা না বাড়ানোই ভালো।
