সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা লেনদেন এখন এক নিমেষের কাজ। মোবাইলে একটা ক্লিক করলেই এক মুহূর্তে যে কোনও প্রান্তে পাঠানো যায় টাকা। এই কাজ আরও সহজ করতে নয়া ফিচার আনল গুগল পে। এবার অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে আর বাধ্যতামূলক থাকছে না ডেবিট কার্ড। ভাবছেন তো বিকল্প পদ্ধতিটা কী?
ডিজিটাল হচ্ছে ভারত। এখন যাবতীয় কাজ অনলাইনে সারতেই বেশি পছন্দ করেন সকলে। সেটা কেনাকাটা হোক বা টাকা আদান প্রদান। এতদিন গুগল পে ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট অ্যাকটিভ করতে বাধ্যমূলক ছিল ডেবিট কার্ড। কিন্তু অনেকেই আছেন, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ঠিকই তবে ডেবিট কার্ড নেই। অনেকে আবার কার্ডের তথ্য দিতে ভয় পান। ফলে ইচ্ছ থাকলেও ব্যবহার করেন না এই ধরনের অ্যাপ। সেই সময় মানুষের কথা ভেবে নয়া ফিচার নিয়ে হাজির হল গুগল পে। এবার আধার কার্ডের নম্বর দিয়েই অ্যাক্টিভ করা যাবে অ্যাকাউন্ট।
[আরও পড়ুন: ‘পটকা বাজি না ফাটলে কালীপুজো হবে?’, পঞ্চায়েত নির্বাচনের আগে বিস্ফোরণ নিয়ে মন্তব্য মদনের]
তবে হ্যাঁ, যে বা যাঁরা এই ফিচারের সুবিধা পেতে চান, মাথায় রাখতে হবে তাঁদের ব্যাংকের সঙ্গে আধার নম্বর লিংক থাকা বাধ্যতামূলক। এবং ব্যাঙ্কে থাকা নম্বর ও আধার কার্ডে দেওয়া নম্বরও এক হতে হবে।
কীভাবে আধার নম্বর দিয়ে চালু করবেন গুগল পে?
১. ডাউনলোড করুন গুগল পে অ্যাপটি। সেটি খুললেই দুটি অপশন পাবেন, ডেবিট কার্ড ও আধার কার্ড।
২. এবার সেখানে আধার কার্ডের ৬ টি ডিজিট দিন।
৩.এরপর একটি ওটিপি আসবে মোবাইলে। ব্যস, এতেই অ্যাকটিভেট হয়ে যাবে আপনার গুগল পে।