সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরে শ্রীলঙ্কা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরেই শনিবার ১৯৯৬ সালের বিশ্বজয়ী ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন সনৎ জয়সূর্য, চামুণ্ডা ভাসরা। তারকা সাক্ষাতে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি।
এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'ক্রিকেট হল সংযোগের সেতু। আজ ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী তারকাদের সঙ্গে সাক্ষাৎ এবং তাঁদের সঙ্গে আলাপচারিতা করতে পেরে আমি আনন্দিত। এই দলটি অসংখ্য ক্রীড়াপ্রেমীর কল্পনাকে বাস্তবায়িত করেছে!' এদিন মোদির সঙ্গে সাক্ষাৎ করেন অরবিন্দ ডি সিলভা এবং সনৎ জয়সূর্য-সহ আরও অনেকে। যদিও এই বিশ্বজয়ী দলের অধিনায়ক অর্জুন রণতুঙ্গা বিদেশে থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এদিন তাঁর প্রশংসা করার পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে আর্থিক সাহায্য করার জন্য কৃতজ্ঞতা জানান প্রাক্তন ক্রিকেটাররা।
ক্রিকেটার রমেশ কালুভিতরানা বলেন, নরেন্দ্র মোদি শ্রীলঙ্কাকে বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সংকটের সময় ভারতের সাহায্য ও শ্রীলঙ্কা ক্রিকেটে ভারতের আর্থিক সাহায্য জন্য শ্রীলঙ্কা কৃতজ্ঞ। মারাভান আতাপাত্তু বলেন, 'নরেন্দ্র মোদি তাঁর নেতৃত্বে ভারতকে এক অসামান্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর মতো একজন মহান নেতার সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্নপূরণের মতো।' কুমার ধর্মসেনা বলেন, 'প্রথমবারের মতো একজন নেতাকে দেখলাম। এটা অসাধারণ অভিজ্ঞতা। প্রতিবেশী দেশ হিসেবে শ্রীলঙ্কাকে উনি প্রচুর সাহায্য করেছেন।'
পাশাপাশি আর এক বিশ্বজয়ী তারকা অরবিন্দ ডি সিলভা বলেন, 'উনি (নরেন্দ্র মোদি) বিশ্বের সম্মানিত একজন ব্যক্তি এবং উনি নিজের দেশের অগ্রগতির জন্য বহু কিছু করেছেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া সাধারণ কথা নয়।' ৯৬-এর তারকা চামুণ্ডা ভাস বলেন, 'প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাটা আমার জন্য অনেক সম্মানের। খেলাধুলা নিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ কথা হয় আমাদের। ১৯৯৬ সালে আমরা (শ্রীলঙ্কা) বিশ্বকাপ কীভাবে জিতেছিলাম সে গল্প ওনাকে শুনিয়েছি। প্রধানমন্ত্রী মোদি দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা, তাঁর ক্রিকেট জ্ঞানও অসামান্য।'