shono
Advertisement

Breaking News

Junk food-এ আর ‘না’নয়, সুস্বাদু Pizza খেয়েই এবার মেদ ঝরান!

এবার থেকে নিশ্চিন্তে করুন পিৎজা পার্টি।
Posted: 10:33 PM Aug 17, 2021Updated: 10:33 PM Aug 17, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিরোনাম পড়ে নিশ্চয়ই চমকে উঠেছেন। ভাবছেন, জাঙ্ক ফুড (Junk Food) খেলেও মোটা হবেন না! আবার পিৎজা খেয়ে মেদ ঝরানো। অবাক হলেও, ব্যাপারটা কিন্তু একেবারে সত্যি। এমন এক পিৎজা (Pizza) রয়েছে যা খেলে কিনা মেদ কমবে হু হু করে।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। পিৎজা খেতে ভালবাসেন না এমন লোক খুঁজে পাওয়া বেশ মুশকিল। কিন্তু পিৎজার টুকরো মুখে তুলতে গেলেই মগজে আসে মেদ বাড়ার চিন্তা। তবে এবার আর চিন্তা করার কারণ নেই। বিশেষজ্ঞরা বলছে, কয়েকটি নিয়ম মানলেই পিৎজা খেয়েও মোটা হওয়া আটকানো যায়।

১) কেউই পিৎজা রোজ খান না। তবে যারা সপ্তাহে অন্তত একবার পিৎজা খেয়ে ফেলেন, তাঁরা বরং দু’সপ্তাহে একবার খান।

২) পিৎজা খাবার সময় টপিং হিসেবে বেশি শাক-সবজি ব্যবহার করুন। চিজ থেকে দূরেই থাকুন। চেষ্টা করুন ছোটমাপের পিৎজা খেতে।

[আরও পড়ুন: Fanta Omelette এখনও খাননি? Viral Recipe মিস করবেন না]

৩) এমন পিৎজা খান, যেখানে ক্যাপসিকাম, টমেটোর পরিমাণ বেশি থাকে। পিৎজার সঙ্গে কোল্ড ড্রিঙ্ক একেবারেই পান করবেন না। এতে মেদ বৃদ্ধির সম্ভাবনা থাকে।

৪) লাঞ্চে ও ডিনারে কখনই পিৎজা খাবেন না। বরং সন্ধের জলখাবারের পিৎজা খেতে পারেন। তবে এক্সারসাইজ কিন্তু বাদ দেওয়া যাবে না।

৫) মেয়োনিজ বা ক্রিম দেওয়া খাবার থেকে দূরে থাকুন। পিৎজার টপিংসে বেশিমাত্রায় চিকেন ব্যবহার করবেন না। 

এ তো গেল পিৎজার কথা। চাউমিন, রোল, মোমো বা অন্য কোনও জাঙ্ক ফুডও যদি মেপে খাওয়া যায়, তাহলে মেদ বৃদ্ধি থেকে দূরে থাকা যায় সহজেই। আর অবশ্যই এসব জাঙ্ক ফুড খেলে পরের দিন ব্যায়াম করতে ভুলবেন না। প্রচুর জল খান। নিজেকে হাইড্রেট রাখুন। 

[আরও পড়ুন: এত বড়, সত্যি? নেটদুনিয়ায় Viral ২ ফুটের Egg Chicken Roll! চেখে দেখবেন নাকি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement