সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে উপার্জনের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। কিন্তু উপার্জন শুরুর জন্য প্রয়োজন একটা নির্দিষ্ট সংখ্যা ফলোয়ার। তা পাওয়া কিন্তু মোটেই সহজ নয়। বহু ক্রিয়েটার দিনের পর দিন চেষ্টা করেও ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে সক্ষম হন না। কেউ কেউ হতাশ হলে হাল ছেড়ে দিতে বাধ্য হন। তাঁদের জন্য রয়েছে ৪ টি ওয়েবসাইট। যা নিমেষেই মুশকিল আসান করতে পারে!
ব্যাপারটা ঠিক কী? এই চারটি ওয়েবসাইট থেকে অর্থের বিনিময়ে কেনা যায় ফলোয়ার! নিয়ম মেনে ফলোয়ার কিনলে আপনার অ্যাকাউন্ট হয়ে ওঠে আকর্ষণীয়। যা বাড়ায় গ্রহণযোগ্যতা। কারণ, যতই ভালো ভিডিও, রিল আপলোড করুন না কেন, অনেকক্ষেত্রেই দেখা যায় ফলোয়ার সংখ্যা বেশি না থাকায় অনেকেই ফলো করেন না। যদি ফলোয়ার কিনে হলেও অ্যাকাউন্ট আকর্ষণীয় করতে পারেন, সেক্ষেত্রে বাড়ে অর্গানিক ফলোয়ার। এবার নিশ্চয়ই ভাবছেন ওয়েবসাইটগুলি কী কী? সেগুলি হল Famewick, SocialPros, Buzziod ও Stormlikes।
কীভাবে ফলোয়ার কিনবেন? সঠিক ফলোয়ার পাওয়ার ক্ষেত্রে যে কারও প্রথম পছন্দ হওয়ার কথা Famewick। এরা চেষ্টা করে অর্গানিক পদ্ধতিতেই ফলোয়ার বাড়ানোর। এবং এই ওয়েবসাইট নিশ্চিত করে যে ফলোয়াররা অ্যাকটিভ। তবে এর জন্য আপনাকে দিতে হবে ইউজার নাম, তারপর একটি প্যাকেজ বেছে নিতে হবে। অর্থাৎ আপনি কতটাকার প্যাকেজ নেবেন। কয়েকদিনের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন আপনি। বাড়তে শুরু করবে ফলোয়ার, লাইক, রিচ ও ভিউ। জানা গিয়েছে, SocialPros-এর ক্ষেত্রে কয়েকঘণ্টার মধ্যেই নজরে পড়ে পরিবর্তন। Buzziod বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল। ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই বাড়তে শুরু করে লাইক, রিচ, ফলোয়ার। অর্ডারের সঙ্গে সঙ্গেই ফলোয়ার বুস্ট করে Stormlikes। তাই যদি হাজারও পরিশ্রমেও ফলোয়ার বাড়াতে না পারেন, তাহলে এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতেই পারেন।
