shono
Advertisement

প্রবল দাবদাহে বিছানাও হয়ে উঠুক গরম, কোন যৌনখেলায় বাড়বে তেজ? রইল টিপস

প্যাচপ্যাচে গরমকে উপেক্ষা করেই ছড়িয়ে পড়ুক প্রেমের উষ্ণতা।
Posted: 06:24 PM Jun 16, 2023Updated: 03:13 PM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল দাবদাহেও বিছানা হয়ে উঠতে পারে গরম। তবে এ গরমে অস্বস্তি নয়, পাবেন স্বস্তি আর চরমসুখ। এমন কিছু উপায় রয়েছে যাতে এই তীব্র গরমেও মধুর হয়ে উঠবে যৌনখেলা। জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement

গরমের অ্যান্টিডোট বরফ। হ্যাঁ, ফোরপ্লের সময় ব্যবহার করতে পারেন বরফের একটি টুকরো। মুখের মধ্যে দিয়ে সঙ্গীর সারা গায়ে আলতো করে বুলিয়ে দিন। তাতে যৌনতের তেজ যেমন বাড়বে, তেমনই একটা ঠান্ডার অনুভূতি থাকবে।

গরমে স্নান করার পর যেন বেশি ঘাম হতে থাকে। কিন্তু আপনি যদি জলের মধ্যেই থাকেন তাহলে? হ্যাঁ, একসঙ্গেই স্নানটা সেরে নিতে পারেন। শাওয়ারের নিচে বা বাথটবের ভিতরে মেতে উঠতে পারেন উদ্দাম যৌনতায়। ঘামের কোনও প্রশ্নই নেই। অথচ ভরপুর উষ্ণতা।


[আরও পড়ুন: আগের প্রজন্মের তুলনায় শরীরী চাহিদা কমছে তরুণ-তরুণীদের! চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়]

কাপলরা সাধারণত মিশনারি পজিশন পছন্দ করেন। তবে গরমে একটু একটু এক্সপেরিমেন্টের পথে হাঁটুন। রিভার্স কাউগার্ল কিংবা হুইলব্যারোর মতো এমন কিছু পজিশন ট্রাই করতে পারেন যাতে ঘর্মাক্ত শরীর এড়িয়েও যৌনতা উপভোগ করা যেতে পারে।

সাধারণত বিছানার থেকে মেঝে তুলনামূলক ঠান্ডা থাকে। তাই বিছানা ছেড়ে মেঝেতে শরীরী মিলন হতেই পারে। এতে কিছুটা গরম কমবে। চাইলে বাড়ির এমন কোনও জায়গাও বেছে নিতে পারেন যা অপেক্ষাকৃত ঠান্ডা।

[আরও পড়ুন: বন্ধুর ছদ্মবেশেই ক্ষতি করার মানসিকতা! ‘ক্ষতিকর’ মানুষ চিনবেন কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার