সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর সঙ্গে সঙ্গে ঘোরে সন্তানসম পোষ্য। আপনাকে কিছু খেতে দেখলেই লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠায়। ওই মিষ্টি দৃষ্টির আবদার এড়িয়ে যাওয়া যে কারও কাছেই বেশ কঠিন। তাই অনেক সময়ই খেতে খেতে নিজের খাবার দিয়ে ফেলেন চারপেয়েকে। কিন্তু মাথায় রাখবেন মানুষের জন্য স্বাস্থ্যকর বা তাঁদের পছন্দের বেশ কয়েকটি খাবার প্রাণঘাতী হতে পারে প্রিয় পোষ্যের জন্য। সেই তালিকার শীর্ষে রয়েছে ৫টি খাবার। যা ভুলেও দেবেন না ওদের।
চকোলেট- ভুল করে এক টুকরো চকলেটও দেবেন না চারপেয়েকে। সামান্য চকলেটেও ঘটতে পারে বড় বিপদ। বমি, ডায়রিয়া থেকে দ্রুত শ্বাসপ্রশ্বাস, একাধিক সমস্যা দেখা দিতে পারে। যা থেকে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। মাথায় রাখবেন, ডার্ক চকলেট আরও বেশি ক্ষতিকর ওদের জন্য।
আঙুর ও কিশমিশ - আঙুর ও কিশমিশও সারমেয়দের জন্য মারাত্মক ক্ষতিকর। ভুলেও কখনও এগুলো দেবেন না। এতে বমি, পেট ব্যথা-সহ একাধিক সমস্যা দেখা দিতে পারে। যদি ট্রিট হিসেবে ফল দিতে চান, এমন ফল দিন যা ওদের স্বাস্থ্যের জন্য উপকারী।
পিঁয়াজ- কাঁচা হোক বা রান্না করা, কোনওভাবেই পিঁয়াজ ওদের দেবেন না। যা লোহিত কণিকার ক্ষতি করে। পিঁয়াজ খাওয়ার ফলে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই চারপেয়ে সন্তানকে সুস্থ রাখতে ভুলেও পিঁয়াজ দেবেন না।
অ্যাভোকাডো- অ্যাভোকাডোও কুকুরদের জন্য প্রাণঘাতী হতে পারে। সামান্য অ্যাভোকাডো চারপেয়ের চর্মজনিত সমস্যা, বমি, হার্টের সমস্যার কারণ হতে পারে।
অ্যালকোহল- কোনও পরিস্থিতিতেও প্রিয় পোষ্য যেন অ্যালকোহলের নাগাল না পায়। আপনি দেবেন না, কিন্তু চারপেয়ের উৎসুক মন টুকটুক করে পৌঁছে যেতেই পারে বাড়িতে সযত্নে লুকিয়ে রাখা অ্যালকোহলের। তাই ভুলেও এমন জায়গায় রাখবেন না, যা ওরা সহজেই পেয়ে যায়। এমনকী, স্য়ানিটাইজার, মাউথওয়াশ অর্থাৎ যাতে সামান্য পরিমাণ অ্যালকোহল থাকে, তাও যেন কোনওভাবেই সারমেয় নাগালে না পায়।