shono
Advertisement

কাজের ব্যস্ততায় বাড়ছে দূরত্ব? এই ৫ উপায়েই পার্টনারের সঙ্গে উপভোগ করুন 'কোয়ালিটি টাইম'

এই টিপস মেনে চললেই দেখবেন সম্পর্ক আবার তরতাজা হয়ে উঠেছে।
Published By: Tiyasha SarkarPosted: 06:28 PM Nov 09, 2025Updated: 06:28 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত এই দুনিয়ায় কোনও কিছুর জন্য সময় পাওয়াই কঠিন। অনেকক্ষেত্রে দেখা যায়, দাম্পত্যের মাঝেও দেওয়ার তুলে দেয় এই সময়ের অভাব। কাজের চাপে সঙ্গীকে সময় দিতে পারেন না অনেকেই। যার জেরে বাড়তে থাকে দূরত্ব। তবে কোয়ালিটি টাইম কাটাতে যে সবসময় দূরে ঘুরতে যেতে হবে, বা প্রচুর খরচ করে দামী রেস্তরাঁয় খেতে যেতে হবে, তা কিন্তু নয়। চলুন আজ জেনে নিন সহজে বাড়িতেই মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর উপায়।

Advertisement

১. ছুটির দিনে বা কয়েকঘণ্টা সময় পেলে চলে যান পিকনিকে। নিশ্চয় পিকনিক শুনেই ভাবছেন, সারাদিনের ব্যাপার, আরও অনেক লোক, বিরাট রান্নার আয়োজন? তা কিন্তু একদম নয়। এই পিকনিক শুধু আপনাদের দু'জনের। বাড়ি থেকে প্যাক করে নিন খাবার। অথবা কিনতেও পারেন। তারপর চলে যান কোনও নির্জন পার্ক বা লেকের পারে। মাদুর বিছিয়ে বসে দু'জন একে অপরের সঙ্গ উপভোগ করুন। খাওয়া দাওয়া করুন। পছন্দের গান শুনুন। দেখবেন সম্পর্ক আবার তরতাজা হয়ে উঠেছে।

২. মুভি ডেট মানেই যে হলমুখী হতে হবে তা কিন্তু নয়। পছন্দের সিনেমা চালান বাড়ির টিভিতেই। মানানসই আলো জ্বালান। সঙ্গে পপকর্ণ। ব্যস, আর কী চাই!

৩. হাতে কিছুটা সময় রয়েছে? একসঙ্গে রান্নায় হাত লাগান। পদ বেছে নিয়ে একসঙ্গেই কাটাকাটির কাজ করুন। একসঙ্গে রান্না করলে যেমন চাপ মুক্তি হয়, তেমন সখ্যতাও বাড়ে।

৪. বিকেলের দিকে সময় পেলে হাতে হাত রেখে হাঁটতে বের হন। শান্ত, নিরিবিলি প্রকৃতির মাঝে হারিয়ে যান। মনের কথা ভাগ করে নিন।

৫. দীর্ঘদিনের সংসারের চাপে ছোটছোট ভালোলাগাগুলো অনেক সময় হারিয়ে যায়। সম্পর্কের হারানো উষ্ণতা ফেরাতে সঙ্গীকে চিঠি লিখুন। মনের কথা উজার করে দিন। দেখবেন ব্যস্ততায় হারিয়ে যাওয়া ছন্দ ফিরছে সম্পর্কে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুভি ডেট মানেই যে হলমুখী হতে হবে তা কিন্তু নয়। পছন্দের সিনেমা চালান বাড়ির টিভিতেই। মানানসই আলো জ্বালান। সঙ্গে পপকর্ণ। ব্যস, আর কী চাই!
  • বিকেলের দিকে সময় পেলে হাতে হাত রেখে হাঁটতে বের হন। শান্ত, নিরিবিলি প্রকৃতির মাঝে হারিয়ে যান। মনের কথা ভাগ করে নিন।
Advertisement