shono
Advertisement

শরীরে জমছে জল, কীসের ইঙ্গিত?

ডায়াবেটিস রোগীদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি।
Posted: 08:46 PM Mar 04, 2024Updated: 08:46 PM Mar 04, 2024

অতিরিক্ত জল শরীরে নানা কারণে জমতে পারে, এমনকী, নানা অঙ্গেও। কেন এমন হতে পারে? কীভাবেই বা মিলবে মুক্তি? জানাচ্ছেন হেমাটোঅঙ্কোলজিস্ট ডা. দেবমাল্য ভট্টাচার্য।  শুনলেম পারমিতা পাল

Advertisement

অতিরিক্ত জল শরীরে নানা কারণে জমতে পারে, এমনকী, নানা অঙ্গেও। কেন এমন হতে পারে? কীভাবেই বা মিলবে মুক্তি? জানাচ্ছেন হেমাটোঅঙ্কোলজিস্ট ডা. দেবমাল্য ভট্টাচার্য। পারমিতা পাল

জল জমেছে! কখনও শোনা যায় ফুসফুসে, কখনও পেটে কিংবা কখনও হাঁটুতে। আসলে সমগ্র শরীরেই বাড়তে পারে জলের মাত্রা।
কোনও একটি কারণ নয়, এর পিছনে রয়েছে একাধিক কারণ। এই সমস্যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয়, ইডিমা।
কিন্তু কেন হঠাৎ জল জমতে শুরু করে? আমার-আপনারও কি হতে পারে ইডিমা?

কী হয় এই অসুখে?
প্রথমেই মাথায় রাখতে হবে ইডিমা কোনও রোগ নয়। বরং রোগের উপসর্গ। দেহের অতিরিক্ত ফ্লুইড, বলা ভালো জল শরীরের কোষে জমা হলে হাত, পা, গোড়ালি বা অন্যান্য অঙ্গ ফুলে যেতে পারে। সাধারণত রক্ত থেকে চুঁইয়ে এসে জল দেহের বিভিন্ন অঙ্গে চামড়ার তলায় জমে যায়। সাধারণত অন্য কোনও রোগ বা ওষুধের প্রভাবে এই উপসর্গে দেখা দেয়।

দেহে জলের পরিমাণ বেড়ে গেলে কী হতে পারে?
সাধারণত ওজন বেড়ে যায়।
শরীর ভারী হয়ে যায়।
ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। স্পঞ্জভাব কমে যায়।
কিডনির সমস্যাও দেখা দিতে পারে।
হৃদরোগ অর্থাৎ হার্ট ফেল পর্যন্ত হতে পারে।
কাদের শরীরে জল জমতে পারে?
সাধারণত ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিরা ইডিমায় বেশি আক্রান্ত হন।
গর্ভাবস্থায় নারীরাও এই সমস্যায় পড়েন।
হৃদরোগ, কিডনির রোগ বা লিভার সিরোসিস রোগের লক্ষণ হিসাবে ‘ইডিমা’ হতে পারে।
এ ছাড়া অনেকক্ষণ একইভাবে বসে থাকলে, দীর্ঘদিন শয্যাশায়ী হলে এই সমস্যা দেখা দিতে পারে।
দীর্ঘদিন রক্তাল্পতায় এবং থাইরয়েড সমস্যায় ভুগলেও ইডিমা হতে পারে।
ডায়াবেটিস রোগীদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি।

ইডিমার ধরন
ইডিমা সাধারণত দুরকম– ডিপেন্ডেন্ট
ইডিমা ও নন-পিটিং ইডিমা। মূলত ফাইলেরিয়া
বা মহিলাদের স্তন অপারেশনের পর
নন-পিটিং ইডিমা দেখা যায়। তবে এখন
এই উপসর্গ বেশি দেখা যায় না। সাধারণত
এখন বিভিন্ন রোগের কারণে সারা শরীরে জল জমতে থাকে।

[আরও পড়ুন: রাত হলেই ফোন সেক্সের ইচ্ছে জাগে? মাথায় রাখুন এই ৫ বিষয়]

লক্ষণ
মুখ ফুলে যাওয়া। কিডনির অসুখেও যদি শরীরে জল জমে, তবে মুখ ফুলতে পারে।
পা ফুলে যাওয়া। হৃদপিণ্ডের অসুখ হলে,
রক্ত পাম্প করার ক্ষমতা কমে গেলে পায়ে জল জমতে পারে।
শরীরের জল জমলে ওজন বেড়ে যায়।

[আরও পড়ুন: ভালো কাজে প্রতিবার বাধা, বাড়িতে নেগেটিভ এনার্জি নেই তো? দূর করবেন কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement