সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তু মেনে ঘর সাজালে, জীবনে বাধা আসে কম। অন্তত, বাস্তু বিশেষজ্ঞরা এমনটাই মনে করেন। ঘরের ভিতরে থাকা নেগেটিভ এনার্জিকে, পজেটিভ বানাতে ইন্টেরিয়রে বদল আনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্যাপারে পর্দার রং বদল খুবই কাজ দেয়। তাই বাস্তু মেনে পর্দার রং বাছাই করলে ভাগ্য বদলাবে নিশ্চিত।
বাস্তুমতে ঘরের দেওয়ালে দু’টি স্তরের পর্দা ব্যবহার করা খুব শুভ বলে মানা হয়। এতে ঘরের ভিতর একটা পজেটিভ ভাইভ আসবে।
[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন মিঠুন? হাসপাতাল থেকে বেরিয়েই জানালেন মহাগুরু]
ঘর যদি পুর্বমুখী হয়, তা হলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন। এতে সুখ-সমৃদ্ধি আসবে সংসারে। পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা।
উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে। দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল। ইচ্ছে করলে হালকা হলুদ রংও বেছে নিতে পারেন।
তবে বেডরুমের দেওয়ালের পর্দার রং সব সময়ে হালকা রাখা উচিত, এতে স্বামী-স্ত্রী সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। যেমন হালকা গোলাপি, নীল, সাদা— এ ধরনের রং ব্যবহার করতে হবে।
ড্রয়িং রুমে বাদামি, ক্রিম, এই ধরনের রং ব্যবহার করুন। রান্নাঘরে লাল, কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে।