shono
Advertisement

প্রেমদিবসে আদরের জোয়ার! সঙ্গীর কামড়ের দাগ লুকোতে কী করবেন?

এই টিপসেই হবে বাজিমাত!
Posted: 09:08 PM Feb 14, 2024Updated: 09:13 PM Feb 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমদিবসে মাত্রা ছাড়া ভালোবাসা! চরম উত্তেজনা আর যৌনতার চিহ্ন হিসেবে উঁকি মারে আদরের চিহ্ন। পোশাকি ভাষায় যা লাভ বাইট নামে পরিচিত। আর সেই প্রেমের চিহ্ন শরীরে দেখতে মন্দ না লাগলেও, কখনও কখনও লজ্জার কারণও হয়ে ওঠে। সঙ্গীর আদরের জোয়ারে ভেসে গিয়ে আপানর শরীরেও কি উঁকি দিচ্ছে লাভ বাইট? কীভাবে সেই দাগ থেকে রক্ষা পাবেন তড়িঘড়ি? জেনে নিন।

Advertisement

১. অ্যালোভেরা সব সমস্যার সমাধান। ত্বকের ওষুধ হিসেবেও ম্যাজিকের মতো কাজ করে। তাই ব্রণর দাগ থেকে লাভ বাইটের দাগ, ব্যথা দূর করতে দিনে অন্তত ২ বার অ্যালোভেরা জেল দিন ওই জায়গায়।

২.গরম জলেরও জুড়ি মেলাও ভার এক্ষেত্রে। সঙ্গীর দাঁতের চাপ পড়লে সেই জায়গায় রক্তকণিকার প্রভাবেই দাগ স্থায়ী ও গভীর হয়। প্রেমের চিহ্ন যদি দু-তিন দিন থাকে, তাহলে আপনার ত্বকে রক্ত জমাট বেঁধে রয়েছে। একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে আলতো করে চেপে ধরুন। ৫ মিনিট রাখবেন। এতে আক্রান্ত স্তানে রক্ত চলাচল স্বাভাবিক হবে।

[আরও পড়ুন: প্রেমের সপ্তাহে ই-কমার্স সাইটের পোয়া বারো, এক মিনিটেই বিক্রি ৭৫০ গোলাপ-চকোলেট!]

৩. লাভ বাইটের উপরে একটি ঠান্ডা চামচ রাখুন। ১টি চামচ ফ্রিজে ১০ মিনিটের জন্য রাখুন। তারপর সেটাকে লাভ বাইটের জায়গায় রাখুন। এতে ত্বকের ফোলা ভাব কমে গিয়ে দাগগুলোকে ঠিক করে।

৪. বরফ ঘষুন ওই জায়গায়। একটু সময় লাগবেই এই দাগ পুরোপুরি যেতে। তবে বাইরে বেরনোর সময় ঢাকা জামা পরুন বা মেকআপ ফাউন্ডেশনে দাগ লুকোন।

[আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট নাকি ঘাড়ের পাশে, কোথায় চুম্বনে গাঢ় হয় ভালোবাসা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement