সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনজুড়ে! কে যে কখন কার প্রেমে পড়বেন তা বোঝা দায়। প্রেম তো কোনওদিনই গতানুগতিক পথে চলেনি। ছক ভেঙে এগিয়ে যাওয়া যেন প্রেমের ধর্ম! তবে অফিস প্রেম। সেই বিষয়টি বিশ্বজুড়েই আলোচ্য বিষয়।
দিনের অধিকাংশ সময় অফিসেই কাটান অনেকে। এটিই দ্বিতীয় বাড়ি! কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অনেকেই। তাঁদের মধ্যেই অনেকে বিবাহিত। আবার কেউ প্রথমবার মনের সঙ্গী খোঁজেন। কোন দেশের মানুষ বেশি সহকর্মীর প্রেমে পড়েন? এই প্রশ্ন করলেই বিদেশের কোনও দেশের কথা মনে হতেই পারে। তবে এক সমীক্ষায় উঠে এল ভারতের নাম। ১১টি দেশ নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেল অফিসের প্রেমে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের নাগরিকরা।
গোপন সম্পর্কের প্ল্যাটফর্ম অ্যাশলে ম্যাডিসন, ইউগভ নামের এক সংস্থার সহযোগিতায় ১১টি দেশের ১৩,৫৮১ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে একটি সমীক্ষা চালায়। সমীক্ষার জন্য তারা বেছে নিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, ইটালি, মেক্সিকো, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রকে।
সক্ষীমায় দেখা গিয়েছে, কর্মস্থানে প্রেমের বিষয়ে সবার প্রথমে রয়েছে মেক্সিকো। সমীক্ষায় অংশগ্রহণকারী ওই দেশের ৪৩ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তাঁরা সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বা আছেন। তারপরই স্থান ভারতের। ৪০ শতাংশ ভারতীয় জানিয়েছন, তাঁরা সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এরপরই রয়েছে বাকি দেশগুলি। আমেরিকা, ব্রিটেন ও কানাডার মতো প্রথম বিশ্বের দেশগুলির ৩০ শতাংশের মানুষ অফিসে প্রেমে জড়ানোর কথা বলেছেন।
সমীক্ষায় উঠে এসেছে আরও মজার তথ্য। সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়ে পুরুষরা এগিয়ে। ৫১ শতাংশ পুরুষের মধ্যে সহকর্মীর সঙ্গে সম্পর্কে থাকার প্রবণতা রয়েছে। সেখানে ৩৬ শতাংশ মহিলা প্রেমে সম্মতি প্রকাশ করেছেন। অন্যদিকে সমীক্ষায় এও উঠে এসেছে, কর্মক্ষেত্রে প্রেম করার জন্য ব্যক্তিগত জীবনে প্রভাব পড়বে বলে মহিলাদের থেকে বেশি চিন্তায় থাকেন পুরুষরা।
তরুণ প্রজন্ম অফিসের প্রেম নিয়ে কী ভাবেন তাও উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। জানা গিয়েছে, ১৮ থেকে ২৪ বছর বয়সি তরুণ কর্মীরা সহকর্মীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক। ৩৪ শতাংশ জেন জি উদ্বেগ প্রকাশ করেছেনএই ধরনের সম্পর্ক তাঁদের কর্মজীবনে প্রভাব ফেলতে পারে।
এই গবেষণায় প্রজন্মগতভাবে মনোভাবের পরিবর্তনের দিকেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সমীক্ষার সবচেয়ে উল্লেখযোগ্য দিক শুধু শহর বা মেট্রো সিটিতে নয় গ্রামঅঞ্চলের পুরুষ বা মহিলারা পরকীয়া বা অফিসের প্রথম প্রেমে জড়িয়ে পড়ছেন।
