সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেন-Z শুধু নয়, বর্তমানে আট থেকে আশি প্রায় সকলেই রিলে মজে। অধিকাংশই বানান, আপলোড করেন। যা থেকে উপার্জনও করেন। কেউ কেউ আবার শুধুই উপভোগ করেন। মোটের উপর সকলেই কমবেশি রিলের সঙ্গে পরিচিত। এবার রিল তৈরির ক্ষেত্রে বড়সড় বদল আনল ইনস্টাগ্রাম।
ব্যাপারটা ঠিক কী? এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেত। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে একাধিক গান। ভাবছেন তো ঠিক কটা গান ব্যবহার করা যাবে! সংস্থা সূত্রে খবর, সংখ্যাটা ২০। হ্যাঁ, শুনে অবাক হলেও এটাই সত্যি। জানা গিয়েছে, এবার একটা রিলে ২০ টা পর্যন্ত গান ব্যবহার করা যাবে। এখানেই শেষ নয়, এই যে একাধিক গান মিশিয়ে একটি ট্র্যাক তৈরি করলেন, এটি আপনি সেভ করে রাখতে পারবেন। যা পরে ফের ব্যবহার করতে পারবেন।
[আরও পড়ুন: ২১ জুলাই মুসলিম হবেন ২৩ হিন্দু যুবা, যোগীকে ‘চ্যালেঞ্জ’ বরেলির মৌলানার!]
শুধু আপনিই নন। আপনার তৈরি করা ট্র্যাকটি ব্যবহার করতে পারবেন আপনার ফলোয়াররাও। অডিওর সঙ্গে মানানসই টেক্সট, স্টিকারও জুড়তে পারবেন আপনি। সংস্থা সূ্ত্রে খবর, এই ফিচারটি প্রথমে চালু হচ্ছে ভারতেই। তার কারণ, এদেশে অ্যাকটিভ ইউজারের সংখ্যা প্রচুর। এই ফিচারে ব্যবহারকারীদের ইনস্টাগ্রামের প্রতি আকর্ষণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।