সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিনের পরিচয়। তাতেই হয়তো প্রতিদিন দীর্ঘক্ষণ কথা বলছেন। দেখাও করেছেন একাধিকবার। কারণ আপনার বেশ পছন্দ হয়েছে তাঁকে, তাঁর সঙ্গ পেতে ভালো লাগছে। কিন্তু আপনার পছন্দের নারী কি আপনার জন্য একইরকম টান অনুভব করে? সেও কি গোপনে মন দিয়ে ফেলেছে আপনাকে? সহজেই বুঝে নিন এই আচরণে।
১. মানুষ মুখে যা বলতে পারে না, তা বলে দেয় চোখের ভাষা। কথা বলার সময় যদি সে চোখের চোখ রাখে, বুঝে নেবেন উলটো দিকের মানুষটাও দূর্বল হচ্ছে আপনার প্রতি।
২. ধরুন কোথায় খেতে গিয়েছেন, বা আড্ডা দিচ্ছেন, কথা বলার সময় কী সে আপনার হাত ধরেছে? বা খুব নিচু স্বরে, আদুরে ভঙ্গিতে কথা বলে আপনার সঙ্গে? সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা হ্যাঁ। কারণ, ভালোবাসার মানুষের কাছে আদুরে হয়ে যায় যে কোনও নারী।
৩. কোনও কারণ ছাড়াই আপনার সঙ্গে দেখা করতে চায় সে? বা আপনার বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়? অথবা স্রেফ কারণ ছাড়াই নানারকম হিজিবিজি কথা বলতে থাকে, শুধু মাত্র কথা চালিয়ে যেতে? এটাও প্রেমে পড়ার লক্ষণ।
৪. প্রতিদিনের ছোটখাটো বিষয়, যা না বললেও কোনও সমস্যা নেই, বলার বিশেষ প্রয়োজনও নেই, সেকথাও আপনাকে বলে? বুঝে নিন মন দিয়ে ফেলেছেন তিনিও।
৫. সামান্য বিষয়েও কি সে আপনাকে কমপ্লিমেন্ট দেয়? আপনার ব্যক্তিত্ব, আচরণ, এমনকী মজা করাকেও বাহবা দেয় সে? এটাও ভালোবাসারই বহিঃপ্রকাশ।
৬. আপনার সঙ্গে সর্বদা ফ্লার্টিং করে? সামান্য বিষয় নিয়েও মজা করে? আসলে যে কোনও উপায়ে আপনার সঙ্গ পেতে চায় সে।
৭. নিজের বন্ধুদের কাছে সে যদি সবসময় আপনার গল্প করে, জানবেন তিনি প্রেমে পড়েছে আপনার।
৮. আপনি মেসেজ করলে সঙ্গে সঙ্গে উত্তর দেয়? এর অর্থ যদি ভাবেন সে ফাঁকা থাকে বলে উত্তর দেয়, তা নয়। আসলে আপনি তাঁর কাছে গুরুত্বপূর্ণ তাই সঙ্গে সঙ্গে উত্তর দেয়।
৯. আপনার পছন্দ মতো সাজার চেষ্টা করে সে? এটাও পুরোপুরি প্রেমে পড়ারই লক্ষণ। আপনার পছন্দের মানুষের যদি এরকম আচরণ করেন, বুঝবেন প্রেমের ফুল ফুটেছে তাঁর হৃদয়েও।
