shono
Advertisement
Lifestyle News

পুরুষ সঙ্গী নন, মহিলাদের ঘুমানোর সেরা পার্টনার কে! কী বলছে সমীক্ষা?

ঘুমোনোর সঙ্গী হিসেবে বিড়ালেরা কেমন?
Published By: Tiyasha SarkarPosted: 03:57 PM Nov 16, 2025Updated: 08:11 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাদিনের কাজ শেষে শান্তির ঘুম কে না চায়! সকলেই চান দিন শেষে বাড়ি ফিরে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে নিশ্চিতে ঘুমোতে। কিন্তু জানেন কী গবেষণা বলছে অন্য কথা। মহিলাদের ঘুমের সেরা পার্টনার কিন্তু স্বামী, প্রেমিক, সন্তান বা বন্ধু নন। ভাবছেন তো তাহলে কে? উত্তর হল পোষ্য। আরও সঠিকভাবে বলতে গেলে, কুকুরই হচ্ছে মহিলাদের ঘুমের সেরা পার্টনার।

Advertisement

কুকুর-বিড়াল যে মন খারাপের ওষুধ, তা বলাই বাহুল্য। সারাদিনের যাবতীয় চাপ বাড়ি ফিরলেই ভ্যানিশ করে দেওয়ার ক্ষমতার রয়েছে ওদের। কিন্তু সেরা 'স্লিপিং পার্টনার' কুকুর! ভাবতে অবাক লাগলেও এমনটা কিন্তু বলছে সমীক্ষা। জানা গিয়েছে, আমেরিকার ৯৬২ জন প্রাপ্ত বয়স্ক মহিলাকে নিয়ে একটি সার্ভে করা হয়েছিল। উদ্দেশ্য ছিল মহিলাদের ঘুমের সেরা পার্টনার খোঁজা। সেই সমীক্ষাতেই জানা গিয়েছে, যে মহিলারা কুকুরের সঙ্গে এক বিছানায় ঘুমোন, তাঁরা অনেক নিশ্চিন্তে, চাপমুক্তভাবে ঘুমোতে পারেন। কারণ, কুকুরের সঙ্গে তাঁরা নিজেদের নিরাপদ মনে করেন। পুরুষসঙ্গীও সেই নিরাপত্তা দিতে পারে না বলেই দাবি বিশেষজ্ঞদের। 

তবে শুধু কুকুর নয়, বহু বাড়িতেই সন্তানের মতো করেই থাকে বিড়ালরা। মালিকের সঙ্গে একই বিছানায় ঘুমোয় তারাও। নিশ্চয়ই ভাবছেন, ওরাও শান্তির ঘুমে সাহায্য করে! কিন্তু সমীক্ষা বলছে একেবারে অন্য কথা। বিড়ালের সঙ্গে ঘুমোলে স্বস্তি ও নিরাপত্তার অভাব বোধ করেন মহিলারা। তবে গবেষকদের দাবি, পোষা প্রাণীটিকে আপনি যেভাবে দেখেন, অর্থাৎ আপনাদের সম্পর্কের রসায়নের উপর বিষয়টা কিছুটা নির্ভর করে। তবে কুকুর ও বিড়ালের মধ্যে কিছু পার্থক্য যে রয়েছে তা কারও অজানা নয়। কুকুরের মতো প্রভুভক্ত সাধারণত হয় না বিড়ালরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেরা বেড পার্টনার কুকুর! ভাবতে অবাক লাগলেও এমনটা কিন্তু বলছে সমীক্ষা।
  • সমীক্ষাতেই জানা গিয়েছে, যে মহিলারা কুকুরের সঙ্গে এক বিছানায় ঘুমোন, তাঁরা অনেক নিশ্চিন্তে, চাপমুক্তভাবে ঘুমোতে পারেন।
Advertisement