সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানসিক শক্তির সঙ্গে কিন্তু দূর্বলতার কোনও সম্পর্কই নেই। চাপের মুখে আপনি কেমন আচরণ করেন, তা-ই বুঝিয়ে দেয় আপনার মনের জোর ঠিক কতটা। আপনার আচরণ, যে কোনও কঠিন পরিস্থিতিতে আপনার পদক্ষেপ বুঝিয়ে দেয় আপনি মনের দিক থেকে কতটা শক্তিশালী। কয়েকটি চারিত্রিক বৈশিষ্ট্য সহজেই বুঝিয়ে দেয়, আপনি ঠিক কেমন। চলুন আজ জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
১. যারা মানসিকভাবে শক্তিশালী, নিজেদের পদক্ষেপের দায়িত্ব তারা নির্দ্বিধায় নেন। অন্যের কাঁধে দোষ চাপিয়ে দায় এড়ানোর মানুষ এরা একেবারেই নন। নিজের সমস্যার সমাধান নিজেরাই করতে পছন্দ করেন এরা। অন্যের ভরসায় থাকা এদের না-পসন্দ।
২. আবেগ নিয়ন্ত্রণ করতে পারা একটা বড় বিষয়। কঠিন পরিস্থিতিতে আবেগকে নিয়ন্ত্রণ করা মোটেই সহজ কথা নয়। দুশ্চিন্তা, রাগ ও দুঃখে যারা শান্ত থাকতে পারেন, নিঃসন্দেহে তাঁদের মনের জোর প্রবল।
৩. পালটে ফেলাই বেঁচে থাকা। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক, অভ্যাস সবকিছুই পালটে যায়। বহু কাছের মানুষ হারিয়ে যায়। খুব ঘনিষ্ঠ বন্ধু, যার সঙ্গে তিনবেলা কথা হত, সামান্য কারণে হয়তো তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই পালটে যাওয়াকে মেনে নেওয়া বেশ কঠিন। যারা পরিবর্তনকে সহজে মেনে নিতে পারেন, তারা মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী।
৪. প্রত্যেকের মূল্যবোধ থাকাটা প্রয়োজন। কী করব, আর কী করব না, এটা যাদের কাছে স্পষ্ট, নির্দ্বিধায় বলা যায় তাদের মনের জোর আর পাঁচজনের তুলনায় বেশি।
৫. অন্যের সাফল্যে রাগ বা দুঃখ নয়, বরং অনুপ্রেরণা পান? কারও সঙ্গে তুলনা টানা ধাতে নেই? কমফোর্ট জোন থেকে বেরিয়ে লড়াই করতে পছন্দ করেন? জানবেন তাহলে আপনি ম্যাচুওর ও শক্তিশালী। কোনও ঝড়ই টলাতে পারবে না আপনাকে।
