shono
Advertisement

”আস্তে আওয়াজ করুন,”শীৎকার কানে যাওয়ায় যুবককে চিঠি প্রতিবেশীর

টুইটে নিজেই আবার চিঠিটি শেয়ার করেছেন ওই যুবক।
Posted: 05:56 PM May 19, 2021Updated: 05:56 PM May 19, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতে সঙ্গমের আওয়াজ প্রতিদিন চলে যায় প্রতিবেশির বাড়িতে। আর তারপরই প্রতিবেশির চিঠি, একটু আস্তে, আওয়াজ কানে আসছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে সম্প্রতি। এই ধরনের আজব অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছেন স্টিফেন কানিংহাম নামে ২৬ বছর বয়সি স্কটল্যান্ডের (Scotland) এক যুবক। নিজেই টুইট করে সেকথা জানিয়েছেনও নেটিজেনদের। যা দেখার পর নেটদুনিয়াতেও রীতিমতো হাসির রোল।

Advertisement

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্লাসগোয় একটি আবাসনে থাকেন স্টিফেন। কয়েকমাস আগেই তিনি সেখানে এসেছিলেন। কিন্তু সম্প্রতি একদিন সকালে একটি চিঠি হাতে পান তিনি। সেখানে তাঁকে উদ্দেশ্য করে লেখা, এই বাড়ির দেওয়াল খুবই পাতলা। তাই এক ঘরের আওয়াজ অন্য ঘরে সহজেই চলে আসে। রাতবিরেতে আপনার সঙ্গমের আওয়াজও তাই আমরা স্পষ্ট শুনতে পাই। দয়া করে আওয়াজ যেন একটু আস্তে হয়, সেই খেয়াল রাখুন। এই প্রসঙ্গে স্টিফেন বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম কোনও বন্ধু হয়তো ইয়ার্কি মারছে। পরে বুঝতে পারি, আমারই কোনও প্রতিবেশি হয়তো এই চিঠিটি লিখেছেন। তবে তিনি কে? সেটা বুঝতে পারছি না। অবশ্য চিঠিটি দেখার পর আমি খুবই হেসেছিলাম। পরে যদিও কিছুটা লজ্জাও লাগে।” স্টিফেন আরও জানান, চিঠিটিতে কোনওভাবেই তাঁকে অপমান বা কটূক্তি করা হয়নি। বরং ভালভাবেই বিষয়টি বলা হয়েছে।

[আরও পড়ুন: OMG! মিলনে রাজি না হওয়ায় প্রতিবেশীর পুরুষাঙ্গ কাটল বিবাহিতা মহিলা]

এদিকে, এরপরই তিনি সেই চিঠিটি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। সঙ্গে লেখেন, “সঙ্গমের সময় আস্তে আওয়াজ করার আবেদন জানিয়ে প্রতিবেশিরা চিঠি দিয়েছে।” ইতিমধ্যে অনেকেই সেই চিঠিটি দেখে অবাক হয়ে গিয়েছেন। কেউ কেউ মজা উড়িয়েছেন।

 

[আরও পড়ুন: টিকাকরণ শুরু হতেই বাড়ছে ঘনিষ্ঠতা, দ্বিগুণ হয়েছে কন্ডোমের বিক্রি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement