shono
Advertisement

কমোডে হিন্দু দেবদেবীর ছবি, আমাজনকে বয়কটের ডাক ক্ষুব্ধ নেটিজেনদের

এর আগে আমাজনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগও উঠেছিল৷ The post কমোডে হিন্দু দেবদেবীর ছবি, আমাজনকে বয়কটের ডাক ক্ষুব্ধ নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:42 PM May 17, 2019Updated: 09:42 PM May 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমোডের ঢাকা-সহ বিভিন্ন সামগ্রীতে হিন্দু দেবদেবীর ছবি৷ এভাবেই ক্রেতাদের আকর্ষণ করতে উদ্যত হয়েছিল অনলাইন বিপণন সংস্থা আমাজন৷ নেটিজেনদের একাংশের দাবি, হিন্দু আবেগে ধাক্কা দিয়েছে ওই সংস্থা৷ তাই ইতিমধ্যে ওই সংস্থাকে বয়কটেরও ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ৷ অনেকেই বলছেন, হিন্দুত্বকে হাতিয়ার করেই ব্যবসা করতে চাওয়া আমাজন নাকি নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে৷

Advertisement

[ আরও পড়ুন: আতঙ্ক ছড়াচ্ছে হিংসার ছবি, সোশ্যাল সাইটে হিংসাত্মক ভিডিও বন্ধের উদ্যোগ]

অনলাইনের বিভিন্ন সামগ্রী কেনাকাটির জন্য আমাজনের উপর ভরসা করেন অনেকেই৷ দিনকয়েক আগেই নজরে আসে কমোডের ঢাকা এবং পাপোশ-সহ একাধিক জিনিসে দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দু দেবতাদের ছবি৷ যা দেখে অবাক হয়ে যান হিন্দুত্ববাদী নেটিজেনরা৷ তাঁদের অভিযোগ, ভগবান পবিত্র৷ এভাবে কমোডের ঢাকা, পাপোশে তাঁদের ছবি ব্যবহার করার অর্থ দেবতাদের অসম্মান করা৷ আমাজন দেবদেবীদের ছবি ব্যবহার করে ভুল করেছে৷ এভাবে হিন্দু আবেগ নিয়ে আমাজন ছিনিমিনি খেলছে বলেও দাবি নেটিজেনদের একাংশের৷ কমোডের ঢাকা এবং পাপোশ-সহ বিভিন্ন সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অনেকেই৷ মুহূর্তের মধ্যেই তা ভাইরালও হয়ে যায়৷ হিন্দু ধর্মাবলম্বী নেটিজেনরা আমাজনে এই কাণ্ডকারখানা মোটেও ভাল চোখে দেখছেন না৷ তাই ওই সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা৷ এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে #BoycottAmazon৷

[ আরও পড়ুন: Paytm ব্যবহারকারীদের জন্য সুখবর, বাজারে এল ফার্স্ট ক্রেডিট কার্ড]

যদিও এই প্রথমবার নয়৷ বছর দুয়েক আগেও জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ বিক্রি করতে দেখা গিয়েছে আমাজনকে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ছবি ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনে শামিল হন নেটিজেনরা৷ চাপের মুখে নতিস্বীকার করে ওই সামগ্রীর বিস্তারিত বিবরণ সাইট থেকে সরিয়ে দিয়েছিলেন তাঁরা৷ এবারও মুখে কিছুই জানাননি আমাজন কর্তৃপক্ষ৷ পরিবর্তে ইতিমধ্যেই ওই বিপণন সংস্থার ওয়েবসাইট থেকে হিন্দু দেবতাদের ছবি দেওয়া কমোডের ঢাকা এবং পাপোশের ছবি সরিয়ে দেওয়া হয়েছে৷

The post কমোডে হিন্দু দেবদেবীর ছবি, আমাজনকে বয়কটের ডাক ক্ষুব্ধ নেটিজেনদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement