সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্নোগ্রাফির প্রতি ভারতীয়দের আসক্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ পর্ন দেখায় বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷ বারবারই সমীক্ষায় উঠে এসেছে পর্নোগ্রাফি সবচেয়ে বেশি আকর্ষণ করে ভারতীয়দের৷ পর্নোগ্রাফির উপর ভারতীয়দের টানকে নিয়ন্ত্রণ করতে কোমর বেধে নেমেছে দেশের টেলিকম সংস্থাগুলিও৷ সম্প্রতি বেশ কিছু পর্ন সাইটগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে জিও৷ তবে জানেন কি, এমন কয়েকটি দিনও রয়েছে, যেগুলিতে স্বেচ্ছায় কম পর্ন দেখেন ভারতীয়রা৷ নয়া সমীক্ষায় উঠে এসেছে এই দিনগুলি৷
[বিয়ের পরের প্রথম দীপাবলি? নবদম্পতিদের এ কাজগুলিই করা ভাল]
সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন লেখক রবি আগরওয়াল৷ ডিজিটাল যুগে ভারতীয়দের মধ্যে পর্নোগ্রাফির বাড়বাড়ন্ত নিয়ে নানান তথ্য তুলে ধরা হয়েছে এই বইতে৷ সেখানেই Searching for ‘Sunny-The Rise of Pornography’ নামের একটি চ্যাপটার রয়েছে৷ উক্ত চ্যাপটারে নানান তথ্য দিয়ে লেখক ব্যাখ্যা করেছেন যে, ডিজিটাল মাধ্যম ও ফোর-জি পরিষেবার যুগে অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে পর্নোগ্রাফির নাগাল পাওয়া৷ এখন এক ক্লিকেই মুহূর্তের মধ্যে ডাউনলোড করে নেওয়া যেতে পারে হাই কোয়ালিটির নীল ছবিগুলি৷ যা কার্যত মোহিত করে রেখেছে দেশের যুব প্রজন্মকে৷ বয়সের গণ্ডি পেড়িয়ে এর প্রভাব বেড়েছে বয়স্কদের মধ্যেও৷ ফলে মানুষের মধ্যে বাড়ছে বিকৃতকাম ও ধর্ষণের আকাঙ্ক্ষা৷
[সাহস থাকলে আপনার পার্টনারকে এই সহজ পাঁচটি প্রশ্ন করে দেখুন]
গবেষণা বলছে, ২০০০-এ যেখানে ভারতে মাত্র ২ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন, ২০১৮-তে এখন সংখ্যাটা ছাড়িয়ে গিয়েছে ৪৭ কোটি৷ এই বইতেই লেখক রবি আগরওয়াল জানান যে, বছরের বিশেষ কয়েকটি দিন রয়েছে যেগুলিতে নিজের থেকেই কম পর্নসাইট সার্চ করেন বা কম পর্ন দেখেন ভারতীয়রা৷ তথ্য ও পরিসংখ্যান দিয়ে তিনি জানান যে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দিন ভারতীয়দের মধ্যে পর্ন দেখার প্রবণতা সবচেয়ে কম থাকে৷ হিন্দুদের অনুষ্ঠানের দিন ভারত থেকে পর্ন সাইটগুলির আয়ের পরিমাণ কমে যায় প্রায় ১৭ শতাংশ৷ একই ভাবে রমজানের সময় ভারতে পর্ন সাইটগুলির রোজগার কমে যায় প্রায় ১৫ শতাংশ৷ ছুটির দিনেও পর্ন সাইটগুলি ভারত থেকে কম আয় করে৷ তবে, সপ্তাহের অন্যান্য দিনের মধ্যে শনিবারই সবচেয়ে বেশি আয় হয়ে থাকে পর্ন সাইটগুলির৷
The post এই দিনগুলিতেই সবচেয়ে কম পর্ন দেখেন ভারতীয়রা appeared first on Sangbad Pratidin.