shono
Advertisement

Breaking News

এবার হোয়াটসঅ্যাপেই জানানো যাবে পরিষেবাগত ত্রুটির কথা, ঘোষণা পূর্তমন্ত্রীর

জেনে নিন নম্বরগুলি।
Posted: 02:05 PM Feb 08, 2024Updated: 03:25 PM Feb 08, 2024

স্টাফ রিপোর্টার: এবার হোয়্যাটস‌অ্যাপ করেই জানানো যাবে রাস্তা, ব্রিজ ও জল নিয়ে যাবতীয় সমস‌্যা ও পরিষেবাগত ত্রুটির কথা। বুধবার বিধানসভায় জানালেন মন্ত্রী পুলক রায়। তিনি অধিবেশন চলাকালীনই স্পিকারের অনুমতি নিয়ে এই বিশেষ ঘোষণা করেন। বলেন, ‘‘রাজ্যে পূর্ত দপ্তরের অধীনস্থ কোনও রাস্তা ও ব্রিজ খারাপ থাকলে হোয়াটসঅ‌্যাপ করে অভিযোগ করা যাবে। নম্বরটি হল ৯০৮৮৮২২১১১।’’

Advertisement

পরে মন্ত্রী জানান, পূর্ত দপ্তরের ৯০ শতাংশ রাস্তাই ভালো। ১০ শতাংশ নিয়ে অভিযোগ থাকলেও থাকতে পারে। মন্ত্রী আরও বলেন, পূর্ত দপ্তরের সব রাস্তা ও ব্রিজে তথ্য সম্বলিত সাইনবোর্ড লাগানো হচ্ছে। যা দেখে সহজেই বোঝা যাবে রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার।  এদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরেও অনুরূপ হোয়্যাটস‌অ্যাপ (WhatsApp) নম্বরের কথা জানান মন্ত্রী। বলেন, ‘‘পানীয় জল পাওয়ার ক্ষেত্রে বা জলের অপচয় সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও হোয়াটসঅ‌্যাপ করা যাবে। নম্বরদুটি হল ৮৯০২০২২২২২ ও ৮৯০২০৬৬৬৬৬।’’

[আরও পড়ুন: ‘প্রেরণা জুগিয়েছেন, শক্তিশালী করেছেন গণতন্ত্রকে’, মনমোহনের প্রশংসায় পঞ্চমুখ মোদি]

পরে মন্ত্রী জানান, গ্রামবাংলায় পানীয় জলের অপচয় হচ্ছে বলে অভিযোগ পাচ্ছি। বহু মানুষ পাম্প দিয়ে জল টেনে নিচ্ছেন। চাষের জমিতে, কারখানার কাজেও পানীয় জল ব‌্যবহার হচ্ছে। কিন্তু এই সংক্রান্ত কোনও আইন না থাকায় ব‌্যবস্থা নেওয়া যাচ্ছে না। তাই অপচয় বন্ধে এবার আইন প্রণয়নের কথা ভাবছে রাজ‌্য সরকার।

বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে মন্ত্রী জানান, এ যাবৎ প্রায় ৭৫ লক্ষ বাড়িতে রাজ্য জল দিয়েছে। এই প্রকল্পের জমি কেনা, বিদ্যুৎ খরচ, রক্ষণাবেক্ষণ সবই করছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য ৫০শতাংশ আনুপাতিক হারে টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিচ্ছে না। বর্তমানে রাজ্যের খরচ হচ্ছে ৭৫ শতাংশ। এই মন্তব্যের পরেই বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী কটাক্ষ করে বলেন, ‘‘রাজ্যের স্বপ্নের প্রকল্প হলে, রাজ্যেরই ১০০% খরচ করা উচিত।’’

উত্তরে পুলক রায় বলেন, ‘‘আমরা জল নিয়ে রাজনীতি চাই না।’’ পরে পুলকবাবু জানান, বাড়ি বাড়ি জল প্রকল্পের রক্ষণাবেক্ষণে এখন ৫০০ কোটি টাকা খরচ হয়। কিন্তু, প্রকল্প শেষ হলে রক্ষণাবেক্ষণের খরচ ১০ গুণ বেড়ে যাবে।

[আরও পড়ুন: বাজেটের পরেই রেপো রেট ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, কতটা সুবিধা পেলেন আমজনতা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement