shono
Advertisement

বিশ্বে প্রথম, Amazon Prime Video’র সাবস্ক্রিপশন মাত্র ৮৯ টাকায়, মানতে হবে এই শর্ত

জানেন, মাত্র ৮৯ টাকায় কী কী সুবিধা মিলবে?
Posted: 06:09 PM Jan 13, 2021Updated: 06:15 PM Jan 13, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাজন-নেটফ্লিক্সের জোর লড়াই! আর সেই লড়াইয়ে সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এবার Amazon Prime Video সবচেয়ে সস্তায় দেখতে পাবেন ভারতের ইউজাররা। সৌজন্যে এয়ারটেল। বুধবার ইউজারদের জন্য নতুন এক প্ল্যান লঞ্চ করল এই সংস্থা। তাতেই মিলছে বিরাট সুবিধা।

Advertisement

মাত্র মাসিক ৮৯ টাকার বিনিময়ে এবার Amazon Prime Video-র শো, সিনেমা দেখা যাবে। তবে এর জন্য এয়ারটেল প্রিপেইড মোবাইল কানেকশন থাকা বাধ্যতামূলক। কারণ ইউজারদের এই দুর্দান্ত অফার দিতে এয়ারটেলের (Airtel) সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাজন। তবে এটা শুধুমাত্র মোবাইল এডিশন। অর্থাৎ একজন ইউজারই শুধুমাত্র মোবাইল থেকে এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, Netflix-এর মোবাইল সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ 199 টাকা।

[আরও পড়ুন : ইউজারদের সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত, বিতর্কের মধ্যেই জবাব হোয়াটসঅ্যাপের]

৮৯ টাকার বিনিময়ে কী কী সুবিধা পাবেন ইউজাররা?

  • Airtel ইউজারেরা এই প্ল্যান সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন Amazon Prime Streaming সার্ভিসের সমস্ত সিনেমা বা ওয়েব সিরিজ।
  • ৩০ দিনের বিনামূল্যে ট্রায়ালের বন্দোবস্তও রয়েছে।
  • ফ্রি ট্রায়াল শেষ হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে টাকা চার্জ করা হবে।
  • এই প্ল্যানে ইউজারেরা 6GB হাই-স্পিড ডেটা পাবেন। মেয়াদ ২৮ দিন।
  • ৮৯ টাকার বিনিময়ে ২৮ দিন আমাজন প্রাইম ভিডিওর পরিষেবা মিলবে।

এর সঙ্গে আরও একটি রিচার্জ প্ল্যান এনেছে এয়ারটেল।

  • খরচ ২৯৯ টাকা। মেয়াদ ২৮ দিন।
  • ফ্রি ভয়েস কলিং।
  • প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা।
  • Amazon Prime Video-র ফ্রি অ্যাকসেস।

[আরও পড়ুন : কোথায় তথ্যসুরক্ষা? গুগল সার্চেই মিলছে WhatsApp ইউজারদের ছবি-ফোন নম্বর]

তবে মাথায় রাখায় হবে, এই প্ল্যান দু’টিতে আমাজন প্রাইম বেনিফিটস মিলবে না। অর্থাৎ এই প্ল্যানের গ্রাহকরা আমাজন প্রাইমে শুধু সিনেমা, শো এবং অন্যান্য ভিডিও দেখতে পাবেন। মাল্টি-ইউজার অ্যাকসেস, স্মার্টটিভি থেকে ল্যাপটপে স্ট্রিমিং, HD/UHD কন্টেন্ট, Prime Music-এ অ্যাড-ফ্রি মিউজিকের মতো সুবিধাগুলি তাঁরা পাবেন না। তবে ৮৯ টাকায় যে পরিষেবা মিলছে সেটাই বা কম কিসে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement