shono
Advertisement

পাশে বসে দিনভর আপনার WhatsApp’এ নজরদারি চালাচ্ছেন সহকর্মী? হাতের মুঠোয় সমাধানের উপায়

জেনে নিন পদ্ধতি।
Posted: 04:01 PM Mar 31, 2023Updated: 04:01 PM Mar 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) পরবর্তী পরিস্থিতিতে হোয়াটসঅ্যপের গুরুত্ব অনেকটা বেড়েছে আমজনতার জীবনে। এখন শুধু যোগাযোগের জন্য নয়, অফিসের কাজেও ব্যবহার হয় অ্যাপটি। ফলে অনেক সময় অফিসের ডেস্কটপ বা ল্যাপটপে খুলে রাখতে হয় ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ। সেক্ষেত্রে একটা বড় সমস্যা হল, পাশে থাকা সহকর্মীরা। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনেকেই নজর রাখে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটে। এবার এই সমস্যা সমাধানের উপায় হাতের মুঠোয়।

Advertisement

ব্যাপারটা কী? হোয়াটসঅ্যাপের (WhatsApp) তরফে জানানো হয়েছে, এবার ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন আরও গোপনীয়তার সঙ্গে। কিন্তু তার জন্য লাগবে ওয়েব এক্সটেনশন  নাম ‘WA Web Plus for WhatsApp’। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি যদি চান তাহলে কেউই দেখতে পাবে না যে কার সঙ্গে চ্যাট করছেন আপনি। আপনার শেষ কয়েকটি চ্যাট, তাঁদের নম্বর, ছবি ও মেসেজ সবটাই ব্লার দেখাবে। তবে এর জন্য কয়েকটি ধাপ অনুসরন করতে হবে। ব্যাস তাহলেই কেল্লাফতে।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীকে তলব, সিজিওতে হাজিরার নির্দেশ]

১. প্রথমে ক্রোম ওয়েব স্টোর খুলুন। খুঁজুন, ‘WA Web Plus for WhatsApp’
২. এরপর ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করুন।
৩. এবার  এক্সটেনশনের জন্য কটা শর্টকার্ট ক্রিয়েট হয়ে যাবে। সেটি দেখতে পাবেন টুলবারে।
৪. ওই শর্টকাটে ক্লিক করে প্রথমে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ লঞ্চ করুন।
৫. আবারও শর্টকাটে ক্লিক করলেই খুলে যাবে এক্সটেনশন মেনু।

এখানেই শেষ নয়। আরও বেশ কিছু দারুন টুল পাবেন এই পদ্ধতিতে। যেমন চাইলে সেট করতে পারবেন পাসওয়ার্ড লক। ধরুন লাঞ্চ ব্রেকে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ফিচারটি অত্যন্ত উপকারী।

[আরও পড়ুন: UPI লেনদেনে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা, লাগু হচ্ছে এপ্রিল থেকেই!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement