shono
Advertisement

অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন?

জানলে অবাক হয়ে যাবেন৷ The post অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 AM May 25, 2017Updated: 02:35 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া৷ উন্নয়নের একের পর এক ধাপ পেরিয়ে চলেছে৷ এ হেন দেশে আবার সিথির সিঁদুর করমুক্ত, আর স্যানিটারি ন্যাপকিন করযুক্ত৷ এখনও শহর কিংবা মফস্বলের ওষুধের দোকানে গিয়ে নিচু গলায় অনেকে বলে থাকেন – ৪০ টাকার জিনিসটা দিন কিংবা ৮০ টাকার জিনিসটা দিন৷ অনেকের আবার চেনা দোকানে ইশারাতেই কাজ হয়ে যায়৷ অনেকের ভরসা স্বামী অথবা প্রেমিক৷ একটু গ্রামের দিকে গেলে আবার এসবেরও বালাই নেই৷

Advertisement

[বিজেপির অভিযানে পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার দিলীপ ঘোষ]

এ তো না হয় গেল আজকের চালচিত্র৷ এ নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকবে৷ নারীবাদীরা আবার বিপ্লব করতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের সাহায্য নেবেন৷ কিন্তু সভ্যতার দূর-দূরান্তেও যখন এ সবের চিহ্নটুকু ছিল না৷ যখন প্রকাশ্যে নারীর অবগুণ্ঠন ছাড়া বেরনোও নিষিদ্ধ ছিল৷ তখন ঋতুস্রাবের এই পাঁচটা দিন কী করতেন মহিলারা? কেমন করে সামলাতেন সবকিছু? প্রশ্নের উত্তরে বেশ কিছু আজব উত্তরে মিলেছে –

১)  প্যাপিরাস – এক ধরনের মোটা কাগজ৷ যা প্রাচীন মিশরবাসী ব্যবহার করতেন লেখার জন্য৷ এই কাগজই সে সময়ের মহিলা ভিজিয়ে নরম করে নিতেন আর তা ঋতুস্রাবের সময় ব্যবহার করতেন৷

২) শৈবাল – হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ প্রাচীনকালে মহিলার ঋতুস্রাবের সময় শৈবাল ব্যবহার করতেন৷ কিছু গাছ একত্রিত করে  একটি কাপড়ের ভিতরে পুরে তা সেলাই করে নেওয়া হত৷ তাই কাজে আসত৷

৩)  বালি – এই পদ্ধতি ব্যবহার করতেন চিনের বাসিন্দারা৷ একটি কাপড়ে প্রচুর বালি পুরে নেওয়া হত৷ যখন কাজ শেষ হয়ে যেত বালিগুলি ফেলে দিয়ে কাপড়টি ধুয়ে নেওয়া হত৷

৪) ঘাস – শৈবাল বা বালির মতোই ঘাস ও কাপড়ে ভরে ব্যবহার করা হত৷ এই উপায়ে ঋতুস্রাবের মোকাবিলা সাধারণত করতেন৷ যদিও এই উপায় একেবারেই স্বাস্থ্যসম্মত নয়৷

৫) ব্যান্ডেজ – এই পদ্ধতি তর্কসাপেক্ষভাবে ফ্রান্সের নার্সরা আবিষ্কার করেছিলেন৷ যখন তাঁরা দেখলেন সৈনিকের রক্ত অনায়াসেই ব্যান্ডেজগুলি শুষে নিতে পারছে তখনই ঋতুস্রাবের সময় এগুলি ব্যবহার করার কথা মাথায় আসে তাঁদের৷

৬)  কাঠ – হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও প্রাচীন গ্রিসের বাসিন্দারা এই পদ্ধতিই ব্যবহার করতেন৷ ছোট কাঠের টুকরো নিয়ে তার উপরে পশম বা কাপড়ের সূক্ষ্ম রোঁয়া লাগিয়ে নিতেন৷ আর সেটি বেশ কষ্টদায়ক প্রক্রিয়া৷

এছাড়াও বিভিন্ন সময় মহিলাদের মাসের এই পাঁচ দিন কাপড়, তুলো কিংবা পশুর ছালের উপর নির্ভরশীল থাকতে হত৷ যাই হোক, আপাতত আপনাদের কাছে উত্তম সমাধান রয়েছে মাসের এই পাঁচটা দিন মোকাবিলা করার জন্য৷

[শীতলাপুজোকে কেন্দ্র করে বচসা, অ্যাসিডে আক্রান্ত যুবক]

The post অতীতে ন্যাপকিনের বদলে মহিলারা ঋতুস্রাবের সময় কী ব্যবহার করতেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার