shono
Advertisement

Breaking News

দস্যির দেওয়াল আঁকিবুঁকিতে নষ্ট হচ্ছে? রইল সমাধান

ব্ল্যাকবোর্ড ওয়ালে মিলতে পারে সমাধান। The post দস্যির দেওয়াল আঁকিবুঁকিতে নষ্ট হচ্ছে? রইল সমাধান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:52 PM Sep 01, 2018Updated: 09:34 PM Sep 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার তাড়াতাড়ি নিজের ছোটবেলায় ফিরে যান৷ লেখা শেখার পর নিজের কথা ভাবুন৷ একটা চক বা পেন হাতের কাছে পেলেই হয়েছে৷ সঙ্গে সঙ্গেই তা নিয়ে দেওয়াল, দরজা, জানালা সর্বত্রই আঁকিবুঁকি কাটা শুরু৷ আপনার বাড়ির দস্যিটিও কিন্তু আলাদা নয়৷ তার ছোটবেলাও কিন্তু আপনারই মতো৷ চক, পেনসিল, আঁকিবুঁকি… কী নেই সেই জগতে? কিন্তু তাই বলে, বাড়ির দেওয়াল, দরজা, জানালা সে আঁকিবুঁকি কাটলে বাড়ির সৌন্দর্যও তো নষ্ট হবে৷ সেকথাও মাথায় রাখতে হবে তো৷ ভাবছেন দস্যির জন্য কী ব্যবস্থা নেবেন? চিন্তার কোনও কারণ নেই, বরং দস্যির ঘরের দেওয়ালকেই রূপ দিন ব্ল্যাকবোর্ড৷ মনের সুখে সেখানেই সে কাটুট আঁকিবুঁকি৷ দেওয়াল ভরিয়ে তুলুক নিজের মনের ভাবনায়৷

Advertisement

[বৃষ্টিতে বাড়ির দেওয়াল নিয়ে চিন্তিত? রইল উপায়]

[ঘুরতে যাওয়ার স্মৃতি দিয়ে সাজিয়ে তুলুন অন্দরমহল]

কীভাবে তৈরি করবেন এই দেওয়াল? 

১৷ চকবোর্ড দেওয়াল তৈরি করতে চাইলে সবার প্রথম একটু ইন্টারনেট সার্ফিং করে দেখুন৷ সেখানেই মিলতে পারেন আপনার প্রয়োজনীয় সরঞ্জাম৷ এছাড়া কোনও রংয়ের দোকানে গেলেও, আপনি সমস্যার সমাধান পেতে পারেন৷

২৷ দেওয়ালের যে অংশটিতে ব্ল্যাকবোর্ডের রূপ দিতে চাইছেন, সেই অংশটি ভাল করে চিহ্নিত করে নিন৷ এরপর ওই অংশটির আশপাশ ব্ল্যাকটেপ দিয়ে ঘিরে নিন৷ রং যাতে সীমানা পেরিয়ে বাইরে না বেরোতে পারে, সেদিকে নজর রাখুন৷

৩৷ এরপর দেওয়ালে রং করার পালা৷ আপনার দস্যির ঘর বলে কথা৷ তাই চেষ্টা করুন দক্ষ কেউই যেন এই দেওয়াল তৈরির কাজে হাতে লাগান৷

৪৷ রং শুকিয়ে গেলে, এবার পরীক্ষামূলকভাবে চক দিয়ে লিখে দেখুন৷ কোনও সমস্যা হচ্ছে না? চকের দাগ মুছেও দেখুন৷ যদি দেখেন চকের দাগ মোছার পর একটু বেশি অনুজ্জ্বল হয়ে পড়ছে আপনার দস্যির ঘরের সাধের দেওয়াল, তবে রং মিস্ত্রির সঙ্গে কথা বলুন৷

The post দস্যির দেওয়াল আঁকিবুঁকিতে নষ্ট হচ্ছে? রইল সমাধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement