shono
Advertisement

Breaking News

UPI

ব্যাঙ্কে দেওয়া ফোন নম্বর আপনারই নামে তো? নাহলে পড়তে পারেন সমস্যায়!

বড় সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক ও ফাইনটেক সংস্থাগুলো।
Published By: Tiyasha SarkarPosted: 08:17 PM Sep 11, 2025Updated: 08:17 PM Sep 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতি রুখতে বড় সিদ্ধান্ত। এবার ব্যাঙ্ক বা UPI অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামেই তো? সরাসরি টেলিকম অপারেটরদের থেকে সেই সংক্রান্ত খোঁজখবর নেবে ব্যাঙ্ক বা ফাইনটেক সংস্থা। নেবে পরবর্তী পদক্ষেপ।

Advertisement

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইন জালিয়াতদের দৌরাত্ম্য। একটু অসতর্ক হলেই ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। অনেকেই অন্যের নামে সিম তুলে তা ব্যবহার করছে জালিয়াতিতে। সেইসব কথা মাথায় রেখে এবার সরাসরি টেলিকম অপারেটরদের থেকে গ্রাহকদের মোবাইল নম্বর যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো। এই সিদ্ধান্তকে সমর্থন করেছে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। জানা গিয়েছে, ওই কমিটি চায় সিম ইস্যুর সময়ও এআই- ফেস রেকগনিশন ব্যবহার করা হোক। উদ্দেশ্য একটাই, জালিয়াতি বন্ধ।

জানা গিয়েছে, ব্যাঙ্ক ও ফাইনটেক সংস্থার এই সিদ্ধান্তে অনেকেই খুশি নয়। তাঁদের গোপনীয়তা বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত একেবারই ঠিক নয়। তবে হ্যাঁ, এই নজরদারি হলে নিঃসন্দেহে সমস্যায় পড়বেন কিছু মানুষ। কারণ, অনেকেরই ব্যাঙ্ক ও ইউপিআই অ্যাপে ব্যবহার করা ফোন নম্বরগুলো অভিভাবক না ভাই-বোনেদের নামে নেওয়া। তাঁদের ক্ষেত্রে ব্যাঙ্ক বা টেলিকম সংস্থাগুলো কী সিদ্ধান্ত নেবে, তা এখনও স্পষ্ট নয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জালিয়াতি রুখতে বড় সিদ্ধান্ত।
  • এবার ব্যাঙ্ক বা UPI অ্যাপে ব্যবহার করা মোবাইল নম্বর গ্রাহকের নামেই তো? সরাসরি টেলিকম অপারেটরদের থেকে সেই তথ্য দেবে ব্যাঙ্ক বা ফাইনটেক সংস্থা।
Advertisement