সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর গাজাতে নতুন করে নরক বানাতে উঠে পড়ে লেগেছে ইজরায়েল। শনিবার রাতভর দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলা চালালো ইহুদি সেনা। এই ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মৃতের তালিকায় রয়েছেন শীর্ষ হামাস নেতা তথা প্যালেস্টাইন সংসদের সদস্য সালাহ আল-বারদাউইল এবং তাঁর স্ত্রী। হামলার সময়ে তাঁবুতে ঘুমোচ্ছিলেন তাঁরা।

দক্ষিণ গাজার দুটি হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই হামলার ঘটনার পর সারারাতে ১৯টি মৃতদেহ এসেছে আমাদের কাছে। যাঁদের বেশিরভাগই মহিলা ও শিশু। তবে এই ১৯ জনের তালিকায় ওই হামাস নেতা ও তাঁর স্ত্রীর উল্লেখ নেই। এদিকে হামলার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, আমাদের এই হামলার মূল লক্ষ্য হল হামাসকে গাজার মাটি থেকে পুরোপুরি নির্মূল করা। যতক্ষণ ইজরায়েলি পণবন্দিরা গাজায় আটকে থাকবেন, ততক্ষণ ইজরায়েল কোনও দয়া দেখাবে না।
উল্লেখ্য, হামাসের সঙ্গে পণবন্দিদের মুক্তির ২ মাসের সংঘর্ষবিরতি চুক্তি করেছিল ইজরায়েল। সেই চুক্তির মেয়াদ শেষ হতেই নতুন করে নরক দর্শন করেন গাজাবাসী। গত মঙ্গলবার বেলাগাম বিমান হামলা চালানো হয় গাজার মাটিতে। সেই হামলায় অন্তত ৫০০ জন প্রাণ হারান বলে জানা যায়। যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিশু ও মহিলা। শুধু তাই নয়, এই হামলায় একাধিক শীর্ষ হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করে ইজরায়েল।
তবে হামলা শুধু গাজায় আটকে নেই, ইজরায়েলের মাটিতে রকেট হামলার অভিযোগে লেবাননে হেজবোল্লার ঘাঁটিতেও বেলাগাম বোমাবর্ষণ করেছে ইহুদি সেনা। সেই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও লেবাননের দাবি, তাদের তরফে কোনও রকেট হামলা চালানো হয়নি।