সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসার! নামটা শুনলেই হিম আতঙ্ক ছড়িয়ে যায় মানুষের মনে। চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতির পরও এই মারণ অসুখ আজও মৃত্যুদূত হয়ে থেকে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সেরে যেতেই পারে। কিন্তু সামান্য দেরি মানেই জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইতে থাকে। তাই আজও সারা পৃথিবী জুড়ে ক্যানসারের বিরুদ্ধে চূড়ান্ত জয়ের খোঁজে বিজ্ঞানীরা। এবার তাক লাগাল মার্কিন মুলুকের এক কিশোর। সে তৈরি করেছে একটি সাবান। যা ত্বকের কর্কটরোগের সঙ্গে লড়াই করতে পারে!
১৪ বছরের ওই কিশোরের নাম হেমান বেকালে। আমেরিকার ফ্রস্ট মিডল স্কুলের পড়ুয়া সে। সে এখন ঠাঁই পেয়েছে সেদেশের সেরা তরুণ বিজ্ঞানীদের মধ্যে। কেবল ঠাঁই পাওয়াই নয়, সে হারিয়ে দিয়েছে বাকি ৯ জনকে। জিতেছে ২৫ হাজার ডলারের পুরস্কার।
[আরও পড়ুন: ‘ইহুদি নিধনের মতোই..’, সনাতন ধর্ম মন্তব্যে স্ট্যালিনপুত্রকে হিটলারের সঙ্গে তুলনা বিজেপির]
সে যে সাবানটি বানিয়েছে তার দাম পড়বে ১০ ডলারেরও কম। ত্বকের সুরক্ষা প্রদানকারী উপাদান রয়েছে তাতে। কীভাবে এমন আইডিয়া এল তার মাথায়? কিশোরটি জানিয়েছে, সে যখন ইথিওপিয়ায় থাকত সেই সময় তার নজরে পড়ত সেখানকার মানুষেরা সারাদিন ধরে কীভাবে রোদের সংস্পর্শে আসছে। এখান থেকেই তার মাথায় আইডিয়া আসে। স্বাভাবিক ভাবেই এমন উদ্ভাবনে সকলেই উত্তেজিত। আগামিদিনে ত্বকের ক্যানসারকে (Cancer) চিরবিদায় জানাতে কি কাজে আসবে ওই সাবান? আপাতত সেই আশাতেই বুক বাঁধছে চিকিৎসক মহল।