shono
Advertisement
Vegan Pro Nutrients Pvt. Ltd

স্বাদের সঙ্গে জুটবে পুষ্টিও! স্বাস্থ্যকর, সুস্বাদু ও সাশ্রয়ী সোয়া পণ্য আনছে এই সংস্থা

আজকের ব্যস্ত জীবনে সুলভে স্বাস্থ্যকর খাবারের খোঁজ পাওয়া সচরাচর মুশকিল।
Published By: Monishankar ChoudhuryPosted: 03:59 PM Jun 14, 2025Updated: 08:49 PM Jun 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুণমান ও পুষ্টির এক নতুন দিগন্ত উন্মোচন করতে ভেগানের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড 'গোল্ডপ্রো' এবার আসতে চলেছে রাজ্যের ঘরে ঘরে। স্বাস্থ্যকর, সুস্বাদু ও সাশ্রয়ী প্রোটিন এবার থেকে পাতে পড়বে বাঙালির।

Advertisement

আজকের ব্যস্ত জীবনে সুলভে স্বাস্থ্যকর খাবারের খোঁজ পাওয়া সচরাচর মুশকিল। ভেগান প্রো নিউট্রিয়েন্টস এই প্রয়োজনটির কথা মাথায় রেখেই নিয়ে এসেছে 'গোল্ডপ্রো' ব্র্যান্ডের নানা ধরনের সোয়া পণ্য যা শুধু পুষ্টিকরই নয়, আপনার দৈনন্দিন জীবনে কম খরচে সহজলভ্যও বটে।

বিশুদ্ধতা ও গুণমান: 'গোল্ডপ্রো' সোয়া টিভিএফ (Soya TVP), সোয়া চাঙ্ক (Soya Chunks), মিনি চিপস এবং গ্র্যানিউলস (Granules) প্রস্তুত হয় রাসায়নিক মুক্ত পরিবেশে এবং অ্যাডভান্সড স্টীম বেসড প্রযুক্তি সহায়তায়। এর ফলে পণ্যের নিজস্ব স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ বজায় থাকে। পণ্যগুলি শতভাগ খাঁটি ও স্বাস্থ্যের জন্য নিরাপদ যা আপনার পরিবারে প্রোটিন সরবরাহের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে বাধ্য। যেকোনও বয়েসের সকল খাদ্যপ্রেমীর কাছেই 'গোল্ডপ্রো' নিরাপদ ও স্বাস্থ্যবর্ধক।

প্রোটিনের পাওয়ারহাউস: মাংসের বিকল্প হিসেবে 'গোল্ডপ্রো' সোয়া পণ্যগুলি প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। যারা নিরামিষাশী বা ভেগান, কিংবা যারা মাংস কমিয়ে স্বাস্থ্যকর খাদ্যের বিকল্প খুঁজছেন, তাদের জন্য সেরা সন্ধান দেবে 'গোল্ডপ্রো'। প্রোটিনের জন্য এখন আর শুধুমাত্র মাছ-মাংসের উপর সার্বিক নির্ভরশীল হয়ে ওঠার প্রয়োজন নেই। আন্তর্জাতিক খাদ্য সুরক্ষা প্রোটোকল মেনে 'গোল্ডপ্রো' প্রোডাক্টগুলি উদ্ভিজ্জ প্রোটিনকে কাজে লাগিয়ে এই চাহিদা পূরণে সক্ষম।  তাই, স্বাদ বা স্বাস্থ্যের সঙ্গে আপস না করে আজই নির্বাচন করুন সঠিক ব্র্যান্ড। 

বহুমুখী ব্যবহার: সোয়া চাঙ্ক হোক বা সোয়া গ্র‍্যানিউলস, এগুলি দিয়ে একাধিক সুস্বাদু পদ তৈরি করা যায়। বাঙালি রান্নাঘরের আলু-ফুলকপি থেকে শুরু করে আধুনিক চাইনিজ ডিশ—সবেতেই সোয়া দারুণ ভাবে মানিয়ে যায়। আপনার রোজকার খাদ্যতালিকায় সোয়াকে যুক্ত করা এখন আরও সহজ। নিজের পছন্দমতো রেসিপি তৈরি করুন। স্বাদে ভিন্নতা আনার পাশাপাশি খাদ্যগুণও বজায় থাকবে।

সাশ্রয়ী ও সহজলভ্য: স্বাস্থ্যের যত্ন নিতে গিয়ে এখন আর পকেট গড়ের মাঠ করার প্রয়োজন নেই। 'গোল্ডপ্রো' আপনাকে দিচ্ছে সাশ্রয়ী দামে সেরা পুষ্টির প্রতিশ্রুতি। বর্তমানে স্বাস্থ্যের যত্ন নেওয়া মানেই যে পকেট খালি হবে এমনটা আর নয়। গোল্ডপ্রো বাজারে এনেছে এমন সব পণ্য যা আপনাকে সস্তা দামে সেরা পুষ্টির জোগান দেবে। পুষ্টিকর খাবার বা সাপ্লিমেন্টের জন্য এখন আর বেশি খরচের প্রয়জন নেই। গোল্ডপ্রো-এর লক্ষ্য হল কম খরচে প্রত্যেকের কাছেই যেন উচ্চমানের পুষ্টি সহজলভ্য হয়। তাই, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য গোল্ডপ্রো আপনার পকেটের ওপর চাপ না বাড়িয়েই সেরা খাদ্যপণ্যগুলি নিয়ে হাজির হয়েছে।

শীঘ্রই রাজ্যের জেনারেল ট্রেড, খুচরো দোকান ও অনলাইন প্ল্যাটফর্মগুলিতে গোল্ডপ্রো পণ্য পাওয়া যাবে। ভেগান প্রো নিউট্রিয়েন্টস-এর ম্যানেজিং ডিরেক্টর রবি পাটোয়া জানিয়েছেন, "আমাদের প্রধান লক্ষ্য হল ক্লিন-লেবেল, উচ্চ-প্রোটিন এবং নন-জিএমও পণ্য উৎপাদন, যা আজকের আধুনিক জীবনযাত্রায় খুবই গুরুত্বপূর্ণ ও একইসঙ্গে মানানসই। আমরা সবসময় পণ্যের গুণমান ও তার ধারাবাহিকতা বজায় রাখার দিকে বিশেষ নজর দিই। এর পাশাপাশি নতুন নতুন উদ্ভাবন আমাদের কাজের মূল চালিকাশক্তি। সহজ কথায়, আমরা চাই আপনাদের জন্য সবসময় সেরা, স্বাস্থ্যকর ও আধুনিক রুচির খাদ্যপণ্যটি উপহার দিতে।"

তাই, এবার থেকে আপনার প্রতিদিনের খাবারে যোগ হোক 'গোল্ডপ্রো'-এর পুষ্টি ও স্বাদের চমক। স্বাস্থ্যকর জীবনের জন্য আপনার প্রথম পদক্ষেপ হোক- 'গোল্ডপ্রো'।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:

ইমেল: contact@veganpronutrients.com
ওয়েবসাইট: www.veganpronutrients.com
ফোন: অমিতাভ মন্ডল, জিএম, ভেগান প্রো: +91-9871100065

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেগানের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড 'গোল্ডপ্রো' এবার আসতে চলেছে রাজ্যের ঘরে ঘরে।
  • সোয়া চাঙ্ক হোক বা সোয়া গ্র‍্যানিউলস, এগুলি দিয়ে একাধিক সুস্বাদু পদ তৈরি করা যায়।
  • এবার থেকে আপনার প্রতিদিনের খাবারে যোগ হোক 'গোল্ডপ্রো'-এর পুষ্টি ও স্বাদের চমক।
Advertisement