shono
Advertisement
WhatsApp

সাইবার জালিয়াতদের পছন্দ হোয়াটসঅ্যাপ, তথ্য দিয়ে জানাল কেন্দ্র

২০২৪-এর প্রথম তিন মাসে হোয়াটসঅ্যাপে ৪৩,৭৯৭টি জালিয়েত হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 02:56 PM Jan 02, 2025Updated: 07:07 PM Jan 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষকে বোকা বানাতে সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হল হোয়াটসঅ্যাপ। সেই তুলনায় পিছিয়ে টেলিগ্রাম, ইনস্টগ্রামের মতো অ্যাপগুলি। বুধবার এই বিষয়ে তথ্য দিয়েছে খোদ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তবে প্রতারাণা ঠেকাতে একাধিক পদক্ষেপ করছে সরকার। পাশাপাশি সতর্ক থাকতে বলা হচ্ছে সাধারণ মানুষকেও।

Advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে ৮৬,২৭৭টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। গত বছরের প্রথম চার মাসে জালিয়াতির শিকার হয়ে প্রায় ১২৫ কোটি টাকা খুইয়েছেন দেশের নাগরিকরা। আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রতরণার ঘটনায় সবচেয়ে বড় ফাঁদ হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। কখনও শেয়ারে লগ্নি করে বিপুল লাভের হাতছানি, ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা, কখনও বা অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দিয়ে টাকা হাতানো। সবচেয়ে বেশি ৪৩,৭৯৭টি প্রতারণা হয়েছে হোয়াটসঅ্যাপে। পিছন পিছন রয়েছে টেলিগ্রাম (২২,৬৮০) ও ইনস্টাগ্রাম (১৯,৮০০)।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যাতত্ত্বের তুলনায় এই তথ্য অনেকটাই কম। বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় সামাজিক লজ্জার কারণে পুলিশে অভিযোগ জমা পড়ে না। প্রশ্ন হল, হোয়াটসঅ্যাপ কেন জালিয়াতদের পছন্দের মাধ্যম? তদন্তকারীরা বলছেন, হোয়াটসঅ্যাপ একটি সহজ অ্য়াপলিকেশন। আমজনতার অধিকাংশই এই পরিষেবা ব্যবহার করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতারণা ঠেকাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এক বছরে বিদেশের ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement