সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির বয়স্কদের জন্য ফোন কেনার প্ল্যান করছেন? বাজেট কম কিন্তু চাইছেন ৪ জি ফোন? তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে দেশের সংস্থা Texllo।
সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল নির্ভরতা ক্রমশ বাড়ছে। ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত, ফোন লাগেই। হাজার হাজার মাইল দূরের মানুষও এখন একমুহূর্তে কাছে চলে আসে এই প্রযুক্তির দৌলতেই। তবে পরিবারের বয়স্ক সদস্যরা সবক্ষেত্রে স্মার্টফোনে সরগর হন না। ফিচার ফোন তাঁদের কাছে আদর্শ। অনেকের আবার সামর্থ্যও নেই স্মার্টফোন কেনার। সেসব কথা মাথায় রেখেই জলের দামে ফিচার ফোন নিয়ে হাজির হল ভারতীয় সংস্থা Texllo। মাত্র ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে ফিচার ফোন। যা দেখতে আকর্ষণীয়। জানা গিয়েছে, মূলত বয়স্কদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ফোনটি। রয়েছে গেমিং ফিচারও। সেই সঙ্গে ব্যাটারি ব্যাক-আপও দুর্দান্ত।
জানা গিয়েছে, ফোল্ডেবল ফিচার ফোনও আনছে এই সংস্থা। আসছে একাধিক মডেল। তাতে থাকবে স্মুথ কিপ্যাড, ফাইন ডিসপ্লে, ক্যামেরা। ৪জি ফোনের দাম শুরু হচ্ছে ২৭৯৯ টাকা থেকে। এছাড়াও বিভিন্ন দামের ফোন রয়েছে এই সংস্থার।
টেক্সলো টেকনোলজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সায়ক চক্রবর্তীর কথায়, "এখনও বহু মানুষ রয়েছে যাদের সামান্য উপার্জনে দিনযাপনের পর মোবাইল কেনাটা বেশ কঠিন। এদিকে যে কোনও পরিস্থিতিতে ফোনটা ভীষণ দরকার। কারণ, রাস্তায় বেরিয়ে কোনও সমস্যায় পড়লে ফোন থাকলে সমস্যা সমাধান অনেকটা সহজ হয়ে যায়। আর সেকথা মাথায় রেখেই এই রেঞ্জের ফোন এনেছে সংস্থা।" সায়কের বিশ্বাস, দামের জন্য এই ফোন সকলের মন কাড়বেই। তাই যদি নিজের একটা অন্যরকম ফিচার ফোন ব্যবহারের ইচ্ছে থাকে, বা পরিবারের কারও জন্য কেনার প্ল্যান থাকে, বা দামের জন্য কিনবেন ভেবেও বহুদিন ধরে কিনতে পারছেন না ফোন, তা হলে আপনার জন্য সেরা অপশন হতেই পারে Texllo।
